ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ফকিরের রুটিপড়া খেয়ে হাসপাতালে তিনজন

প্রকাশিত: ০৫:৪৫, ২২ জুন ২০১৫

ফকিরের রুটিপড়া  খেয়ে হাসপাতালে তিনজন

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ রহস্যজনকভাবে ঘরে চুরি যাওয়ায় মালামাল ফেরত পেতে ফকিরের রুটিপড়ায় বিষমিশিয়ে তিনজনকে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মুমূর্ষু অবস্থায় দু’জনকে শেবাচিম হাসপাতালে ভর্তি ও একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় রবিবার সকালে থানায় লিখিত অভিযোগ ও আদালতে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে জেলার উজিরপুর উপজেলার দত্তেস্বর গ্রামে। জানা গেছে, ওই গ্রামের ব্যবসায়ী জলিল বেপারীর বিবাহিতা কন্যা পপি বেগম বিয়ের পর থেকে বাবার বাড়িতেই বসবাস করে আসছে। শুক্রবার রাতে রহস্যজনকভাবে জলিল বেপারীর বসত ঘরে চুরি হয়। চোরেরা জলিল বেপারীর কন্যা পপি বেগমের নগদ ১ লাখ ৭০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে শনিবার ভোরে এলাকায় রটিয়ে দেয়া হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে চুরির বিষয়টি রহস্যজনক বলে দাবি করেন। স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, চোর শনাক্তের জন্য ব্যবসায়ী জলিল বেপারী ১৫ জুন বিকেলে ফকিরের রুটিপড়া এনে স্থানীয় প্রাইমারি স্কুলের মাঠে বসে উপস্থিত ৯০ জনকে খাওয়ান। এ সময় চোর শনাক্ত না হলেও রুটি খেয়ে ওইদিন রাতে স্থানীয় ইমাম সরদার, জহুরুল ইসলাম ও বহরকাঠী গ্রামের স্কুলছাত্র হাসান মোল্লা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাদের উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় ইমাম সরদার ও হাসান মোল্লাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকেরা রুটির সাথে বিষ মেশানোর আলামত পায়।
×