ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মোদির সঙ্গে যোগ ব্যায়ামে অংশ নিল আবাল-বৃদ্ধ-বণিতা

প্রকাশিত: ০৫:৫৫, ২২ জুন ২০১৫

মোদির সঙ্গে যোগ ব্যায়ামে অংশ নিল আবাল-বৃদ্ধ-বণিতা

ভারতের রাজধানী নয়াদিল্লীতে যোগব্যায়ামের অনুষ্ঠানে অংশ নিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতে অনেকে বিস্মিত হয়েছেন। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার সকালের এই গণজমায়েতকে কেন্দ্র করে নয়াদিল্লীর নিরাপত্তা বাড়ানো হয়। খবর বিবিসি অনলাইনের। দিল্লীর কিংস এভিনিউতে প্রধান অনুষ্ঠান স্থলে রং বেরঙের কয়েক হাজার শতরঞ্জি বিছিয়ে দেয়া হয়। এতে অংশগ্রহণকারীদের বিস্মিত করে হাজির হন মোদি। মোদি যোগব্যায়ামের একজন অনুরাগী। তিনি প্রতিদিনই এর চর্চা করে থাকেন বলে জানিয়েছেন। ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণার জন্য মোদি জাতিসংঘের কাছে আহ্বান জানিয়েছিলেন। কর্তৃপক্ষ বলছে পদস্থ কর্মকর্তা, সেনা সদস্য এবং শিক্ষার্থীসহ ৩৫ হাজারের বেশি মানুষ রাজপথে ৩৫ মিনিটের যোগব্যায়াম সেশনে অংশ নেন। কোনও একক ভেন্যুতে সবচেয়ে দীর্ঘসময় যোগব্যায়াম ক্লাসের নতুন গিনেস বিশ্ব রেকর্ড গড়াই ছিল আয়োজনের উদ্দেশ্য। ভারতের অন্যান্য শহরেও যোগব্যায়ামের অনুষ্ঠানে বহু লোক অংশ নেয়। দিবসটি বিশ্বের অন্যান্য স্থানেও উদযাপিত হচ্ছে। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে নিউইয়র্কে দিবসটি উদযাপনে অংশ নেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। টাইমস স্কয়ারে ৩০ হাজার লোক যোগব্যায়ামে অংশ নিতে পারে পারেন বলে আশা করা হচ্ছে। কয়েকটি মুসলিম সংগঠন বলছে, যোগব্যায়াম মূলত হিন্দু ধর্মীয় আচারের অংশ এবং তা ইসলামের পরিপন্থী। অনেকেই বিষয়টিকে দেখছেন, হিন্দু জাতীয়তাবাদী মোদি সরকারের প্রাচীন ভারতীয় রীতি প্রচলনের একটি এজেন্ডা হিসেবে। তবে কর্তৃপক্ষ বলছে, যোগব্যায়ামে অংশ নেয়া বাধ্যতামূলক নয়। তবে মুসলিমরা যোগব্যায়ামের বিরোধী, এমন খবরকে ভিত্তিহীন বলে মনে করছে কর্তৃপক্ষ।
×