ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিটলারের আঁকা ছবি

প্রকাশিত: ০৩:৫১, ২৩ জুন ২০১৫

হিটলারের আঁকা ছবি

হিটলারের আঁকা ১৪টি জলরঙের ছবি নিলামে তিন লাখ ৯১ হাজার ইউরোতে বিক্রি হয়েছে। জার্মানির ন্যুরেমবার্গ নিলাম সংস্থা জানিয়েছে, ওই ছবিগুলো মূলত ১৯০৪ থেকে ১৯২২ সালের মধ্যে আঁকা। সবচেয়ে বেশি দাম উঠেছে ব্যাভারিয়ার এক দুর্গের ছবির। চীনের এক ক্রেতা এক লাখ ইউরো দিয়ে ছবিটি কিনেছেন। - আনন্দবাজার বিচ্ছেদে সব দ্বিখণ্ডিত ! প্রেমিক-প্রেমিকার মধ্যে বিচ্ছেদ হলে উপহার ফেরত নেয়া থেকে শুরু করে সাবেকের জিনিস ছুড়ে ফেলে দেয়া অবধি দেখা গেছে। কিন্তু তাই বলে সব জিনিস কেটে ভাগাভাগি করে নেয়া! এমনটাই করে দেখালেন জার্মানির এক ব্যক্তি। বিশেষ একটি যন্ত্রের সাহায্যে কেটে ফেলেছেন সাইকেল থেকে গাড়ি, সোফা থেকে বিছানা, ভাগ হয়েছে ল্যাপটপ, আইফোন সবকিছুই। ‘লরার জন্য’ শিরোনামে সেই ভিডিওও শেয়ার করেছেন তিনি ইউটিউবে। এরপর তিনি এই কাটা জিনিসপত্র নিলামে তোলেন ওয়েবসাইটে। -ওয়েবসাইট
×