ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীরা পাচ্ছে স্মার্ট আইডি কার্ড

প্রকাশিত: ০৭:১৮, ২৩ জুন ২০১৫

শিক্ষার্থীরা পাচ্ছে স্মার্ট আইডি কার্ড

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর সরকারী স্কুল ও কলেজের শিক্ষার্থীরা পেতে যাচ্ছে ‘স্মার্ট আইডি কার্ড’। খুব তাড়াতাড়ি শিক্ষার্থীদের হাতে এ কার্ড তুলে দেয়া হবে। শিক্ষার্থীরা এ কার্ড হাতে পেলে টেনশমুক্ত থাকবে । ইতোমধ্যে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের স্মার্ট আইডি কার্ড ও স্কুল-কলেজ ম্যানেজমেন্ট সফ্টওয়্যার বিষয়ক একটি সমঝোতা স্মারক সম্পাদিত হয়েছে। রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা এ উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি জানান, রাজশাহীর ৫টি সরকারী স্কুল ও কলেজে ছাত্র-ছাত্রীদের স্মাট কার্ড বিতরণ করা হবে। কার্ড পাওয়ার পর একজন শিক্ষার্থী স্কুল বা কলেজের গেট দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাদের অভিভাবকদের কাছে এসএমএস’র মাধ্যমে অবগত করা হবে। একইভাবে স্কুল-কলেজ ত্যাগ করলেও অভিভাবকরা মোবাইল ফোনের এসএমএস-এ খবর পেয়ে যাবেন। বাদশা জানান, স্মার্ট আইডি কার্ডের কল্যাণে রাজশাহীর অভিভাবকরা তাঁদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দুশ্চিন্তামুক্ত হবে। বাদশা বলেন, এ স্মার্ট কার্ড প্রস্তুত করছে নর্থ ওয়েস্টার্ন আইটি ভিলেজ লিমিটেড। তাদের সঙ্গে রবিবার সমঝোতা স্মারক সম্পন্ন হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে এ স্মার্ট আইডি কার্ড শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে। ডিগ্রী পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি জাতীয় বিশ্ববিদ্যালয় নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২২ জুন ॥ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফরম পূরণের সময়সীমা আগামী ২৫ জুন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে বিস্তারিত জানা যাবে। জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
×