ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মৃতের সংখ্যা ৪৫ ছাড়াল

দাবদাহ ॥ পাকিস্তানে জরুরী পদক্ষেপ গ্রহণের নির্দেশ নওয়াজের

প্রকাশিত: ০৪:২৩, ২৪ জুন ২০১৫

দাবদাহ ॥ পাকিস্তানে জরুরী পদক্ষেপ গ্রহণের নির্দেশ নওয়াজের

পাকিস্তানে দাবদাহে মৃতের সংখ্যা ৪৫০ ছাড়ানোর পর প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ মঙ্গলবার জরুরী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। বন্দরনগরী করাচীসহ দেশটির দক্ষিণাঞ্চল জুড়ে বয়ে যাওয়া দাবদাহে মৃতের সংখ্যা ৪৫০ জন ছড়িয়েছে। শুধু করাচীতেই মারা গেছেন ৪২৫ জন। এর ফলে দেশটির স্বাস্থ্যবিভাগ এখন মারাত্মক সংকটের মধ্যে পড়েছে। খবর এএফপি ও বিবিসি অনলাইনের। পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, তারা জরুরী পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর দফতর থেকে নির্দেশ পেয়েছেন। এনডিএমএকে সহায়তা করতে হিট স্ট্রোক সেন্টারগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার থেকে দেশটির সিন্ধু প্রদেশের ওপর দিয়ে লু হাওয়া বইছে ? করাচীতে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। এখানকার তাপমাত্রা ৪৫ ডিগ্রী সেলসিয়াস (১১১ ফারেনহাইট)। যেজন্য সপ্তাহের শেষে সেখানে অন্তত ৪৫০ জন ও অন্যান্য এলাকায় ৮ থেকে ১০ জন মারা গেছে বলে প্রাদেশিক সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন। গত তিন দিনে হিটস্ট্রোকে ৪৫০ জনেরও বেশি লোক মারা গেছেন। প্রতিবেশী ভারতে দাবদাহে মারা যাওয়ার ঘটনার একমাস পর দ্বিতীয় সর্বোচ্চ মৃতের সংখ্যা এটি। ভারতে ২ হাজারের বেশি লোক দাবদাহে মারা গেছেন। ভারতের অন্ধ্র ও তেলেঙ্গানা প্রদেশে তাপদাহে অন্তত ২ হাজার ৫ জন মারা গেছেন।
×