ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জ-ডেমরা সড়কে তীব্র যানজট ॥ ভোগান্তি চরমে

প্রকাশিত: ০৫:১৬, ২৪ জুন ২০১৫

রূপগঞ্জ-ডেমরা সড়কে তীব্র যানজট ॥ ভোগান্তি চরমে

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৩ জুন ॥ ট্রাফিক পুলিশের চাঁদাবাজির কারণে রূপগঞ্জ-ডেমরা সুলতানা কামাল সেতুর দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এতে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন আটকে থাকায় ঢাকা থেকে আসা ৬৪টি রুটের যানবাহনের যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। ব্রিজের গোড়া এবং স্টাফ কোয়ার্টার নামক এলাকায় ট্রাফিক পুলিশ যানবাহন থামিয়ে চাঁদা আদায় করায় যানজট সৃষ্টি হচ্ছে। এদিকে সরকার দলীয়দের রাস্তার পাশে অবৈধ দখলের জন্য রাস্তা সংকুচিত, ফুটপাথ দখল, রাস্তার উপর বাজার স্থাপন ও যানবাহন এবং অন্যান্য অবৈধ স্থাপনাসহ নানা কারণে ডেমরায় যানজটের ভোগান্তি বেড়েই চলেছে। ছুটির দিন এমনকি গভীর রাতেও এই দুর্বিষহ অবস্থা থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। দেখা গেছে, ডেমরা সুলতানা কামাল ব্রিজের রূপগঞ্জ অংশ থেকে রাজধানী ঢাকার যাত্রাবাড়ি পৌঁছাতে সময় লাগে ১০ থেকে ১৫ মিনিট, সেখানে এখন ট্রাফিক পুলিশের নিয়ন্ত্রণহীন চাঁদাবাজির কারণে এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত সময় লাগে। এতে এই রাস্তার যাত্রীদের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। পাশাপাশি ডেমরার চৌরাস্তায় কোন ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন না করায় তিন দিক থেকে বেপরোয়া গাড়ি চলাচল করার কারণে প্রতিনিয়ত তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। রূপগঞ্জের তারাবো, ডেমরা চৌরাস্তা ও স্টাফ কোয়ার্টার বাসস্ট্যান্ড এলাকার দিনরাত চলে ট্রাফিক পুলিশের বেপরোয়া চাঁদাবাজি। যানজটের কারণে করিম জুট মিল দেইল্লা-বাঁশেরপুল, কোনাপাড়া থেকে ডেমরা ব্রিজ পর্যন্ত অনেক সময় জরুরী প্রয়োজনে হেঁটে যেতে হয় যাত্রীদের। আদমদীঘি উপজেলা ভাইস চেয়ারম্যান বরখাস্ত নাশকতা মামলা নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৩ জুন ॥ বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের সাবেক আমীর (বর্তমানে বগুড়া জেলা জামায়াতের নায়েবে আমীর) ইউনুছ আলীকে বরখাস্ত করা হয়েছে। একটি নাশকতা মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করায় তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ১৭ জুন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়েছে। বরখাস্ত আদেশের এ চিঠি সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইউনুছ আলীর বিরুদ্ধে ২০১৪ সালের একটি নাশকতা মামলার অভিযোগপত্র আদালত কর্তৃক গৃহীত হয়েছে। একারণে তাঁর দ্বারা উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী বলে সরকার মনে করে।
×