ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংসদে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

বাচ্চু রাজাকারের নামে ইন্টারপোলের রেড এ্যালার্ট জারি আছে

প্রকাশিত: ০৭:৪৭, ২৪ জুন ২০১৫

বাচ্চু রাজাকারের নামে ইন্টারপোলের  রেড এ্যালার্ট  জারি আছে

সংসদ রিপোর্টার ॥ যুদ্ধাপরাধে মৃত্যুদ-ের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের নামে ইন্টারপোলে রেড এ্যালার্ট জারি করা হয়েছে। শনাক্তপূর্বক তাকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ রেড এ্যালার্ট জারি করা হয়। রেড এ্যালার্ট নোটিসটি ইন্টারপোল সদর দফতরসহ এর সদস্যভুক্ত সব দেশে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোকে (এনসিবি) অবহিত করা হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে সরকারী দলের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বেগম মাহজাবিন খালেদের অপর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, মানবপাচার প্রতিরোধে সরকার থেকে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। মানবপাচার প্রতিরোধ ও দমনের লক্ষ্যে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন প্রণয়ন করা হয়েছে। সরকারী দলের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, মাদক ইয়াবা পাচাররোধে দেশের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে চলেছে। জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাবি করেন, বর্তমানে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
×