ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জয়পুরহাটে হায় হায় কোম্পানির দুই কর্মকর্তা আটক

প্রতারণা করে কোটি টাকা আত্মসাত

প্রকাশিত: ০৪:৪২, ২৬ জুন ২০১৫

প্রতারণা করে কোটি টাকা আত্মসাত

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট, ২৫ জুন ॥ সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে চাকরি দেয়ার নামে ও সৌর বিদ্যুত প্রকল্পের আওতায় সোলার প্যানেল দেয়ার কথা বলে ২২০ জনের কাছে এক কোটি ৮০ লাখ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় পুলিশ ফিউচার লাইভ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নামে এক সংস্থার দুই কর্মকর্তাকে বুধবার রাতে গ্রেফতার করেছে। এ ঘটনায় রাতেই জয়পুরহাট থানায় ঐ সংস্থার দ্বারা প্রতারিত গোলাম মোস্তফা নামে এক কর্মকর্তা থানায় মামলা দায়ের করেছে। দায়েরকৃত মামলার অভিযোগে জানা যায় ফিউচার লাইভ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নামের একটি প্রতিষ্ঠান গত বছরের ৩০ ডিসেম্বর সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়ে এই প্রতিষ্ঠানে বিভিন্ন পদে লোক নিয়োগের এবং সৌর বিদ্যুত প্রকল্পের আওতায় সৌর প্যানেল বিক্রয়ের জন্য আহ্বান জানায়। বিজ্ঞপ্তি প্রকাশের পর জয়পুরহাট, দিনাজপুর, রংপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে চাকরি প্রার্থী ও সোলার প্যানেল ক্রয়ে ইচ্ছুকরা যোগাযোগ শুরু করে। যথারীতি সংস্থার কর্মকর্তারা তাদের চাকরি ও সোলার প্যানেল দেয়ার কথা বলে বিভিন্ন অংকের টাকা গ্রহণ করে। প্রাথমিকভাবে জানা যায় ২২০ জনের প্রতিজনের কাছে সর্বোচ্চ ১ লাখ ও নি¤েœ ১০ হাজার টাকা নেয়া হয়। প্রাথমিক হিসাবে যার পরিমাণ এক কোটি ৮০ লাখ টাকা। উল্লেখ্য, জয়পুরহাট সমবায় দফতর থেকে ২০১১ সালে রেজিস্ট্রেশন নিয়ে (রেজিস্ট্রেশন নং ৪১৫/১১) তাদের কার্যক্রম শুরু করে। নিয়োগপ্রাপ্তরা বেতনের জন্য কর্মকর্তাদের কাছে ধরনা দিয়ে বেতন না পেয়েই হতাশাগ্রস্ত হয়ে পড়ে। একপর্যায়ে তারা মারমুখী হয়ে ওঠে। এ অবস্থায় নিয়োগপ্রাপ্তরা তাদের কর্মকর্তা আঞ্চলিক ব্যবস্থাপক গোলাম মোস্তফার সঙ্গে যোগাযোগ করলে তিনিও বেতন না পাওয়ার কথা জানান। এভাবে ২ শতাধিক নিয়োগপ্রাপ্ত চাকরিজীবী ও সোলার প্যানেল নিতে ইচ্ছুকরা সংস্থাটি ভুয়া বুঝতে পারে। ফলে বুধবার তারা থানায় বিষয়টি অবগত করলে পুলিশ বুধবার রাতেই জয়পুরহাট শহরের ধানম-ি এলাকার মাতৃসদন কেন্দ্রের পার্শ্ববর্তী ফিউচার লাইভ ইসলামী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর অফিস থেকে সংস্থার চেয়ারম্যান বগুড়ার জেলার শিবগঞ্জ উপজেলার চাকলা গ্রামের মৃত লোকমান হোসেনের পুত্র বেলাল হোসেন (৩৬) ও সাধারণ সম্পাদক জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার করট্টি গ্রামের জালাল উদ্দিনের পুত্র আমজাদ হোসেনকে (৪৯) গ্রেফতার করে। এ ঘটনায় সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক গোলাম মোস্তফা বাদী হয়ে বেলাল হোসেন, আমজাদ হোসেন ও বেলাল হোসেনের স্ত্রী পেয়ারা বেগমকে আসামি করে জয়পুরহাট থানায় মামলা দায়ের করেছে। মামলা নং ৪৭। উল্লেখ্য, বেলাল হোসেন ও আমজাদ হোসেন এই ফিউচার লাইভ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ছাড়াও আরও বিভিন্ন নামে এই ৩ জেলার বিভিন্ন স্থানে অফিস করে প্রতারণা চালিয়ে আসছিল।
×