ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ললিত কেলেঙ্কারিতে জড়িয়ে গেল গান্ধী পরিবারের নাম

প্রকাশিত: ০৫:৪১, ২৭ জুন ২০১৫

ললিত কেলেঙ্কারিতে জড়িয়ে গেল গান্ধী পরিবারের নাম

ললিত কেলেঙ্কারিতে বসুন্ধরা সুষমাদের নিয়ে যখন প্রবল চাপে ভারতের কেন্দ্রীয় সরকার তখন কংগ্রেসের বিরুদ্ধে অস্ত্র হাতে পেল বিজেপি। সেটি পেল সেই ললিত মোদিরই সৌজন্যে। পররাষ্ট্রমন্ত্রী এবং রাজস্থানের মুখ্যমন্ত্রীর পর এবার তিনি টেনে আনলেন গান্ধী পরিবারের নাম। খবর আনন্দবাজার পত্রিকা অনলাইনের। বৃহস্পতিবার রাতে টুইটারে ললিত দাবি করেন, লন্ডনে তাঁর সঙ্গে একবার এক রেস্তরাঁয় সাক্ষাত করে ছিলেন রবার্ট এবং প্রিয়ঙ্কা বডড়া। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও তার অন্তত দু’বার দেখা হয়েছে বলে তিনি দাবি করেন। এগুলো হয়েছিল কংগ্রেসের ক্ষমতায় থাকা অবস্থায়। ললিতের এই টুইটে নড়েচড়ে বসেছে কংগ্রেস। শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করে দলটির মুখপাত্র রাজদীপ সুরজেওয়ালা দাবি করেন, পুরো ঘটনা থেকে দৃষ্টি অন্যদিকে ঘোরাতেই এই ধরনের মন্তব্য করেছেন ললিত। তিনি বলেন, প্রিয়ঙ্কা বা রবার্ট কোনদিনই কোন অনুষ্ঠানে ললিতকে আমন্ত্রণ করেননি। তাঁর কথায়, ‘ইউপিএ আমলে স্বরাষ্ট্রমন্ত্রী চিদম্বরম লন্ডন থেকে ললিত মোদিকে দেশে ফেরত আনার চেষ্টা করেন। সেই তথ্য কেন প্রকাশ করছে না কেন্দ্র, কেনই বা তাঁকে দেশে ফেরানোর চেষ্টা হচ্ছে না। নথি দিয়ে সব কিছু প্রমাণ করে দেয়ার পরেও কেন সরানো হচ্ছে না অভিযুক্তদের। তবে কংগ্রেসেরই একটি সূত্র গান্ধী পরিবারের সঙ্গে ললিত মোদির সাক্ষাতের কথা স্বীকার করেছে। তারা বলছেন, একবার কারও সঙ্গে দেখা হলেই কিছুই প্রমাণ হয় না। তাছাড়া, ব্রিটিশ সরকারের কাছে পেশ করা হলফনামায় ললিত নিজেই বলেছেন, গান্ধী পরিবার তাঁর বিরোধী। সোনিয়া গান্ধীর মা গুরুতর অসুস্থ হওয়ায় বর্তমানে পরিবারটি ইতালিতে অবস্থান করছে। এ কারণে এ বিষয়ে তাদের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
×