ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হুমকির মুখে গোদাগাড়ী শহর রক্ষা বাঁধ

প্রকাশিত: ০৬:০০, ২৭ জুন ২০১৫

হুমকির মুখে গোদাগাড়ী  শহর রক্ষা বাঁধ

স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, টানা বর্ষণ ও উজানের ঢলে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে রাজশাহীর গোদাগাড়ীতে রক্ষা বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাতে বন্তপুর-হাটপাড়া এলাকায় প্রায় ১০০ মিটার এলাকায় বাঁধ তিন থেকে চার ফুট পর্যন্ত নদীতে নেমে গেছে। এছাড়া বাঁধের বহু ব্লক সরে গেছে। এতে শঙ্কিত হয়ে পড়েছেন নদীপাড়ের বাসিন্দারা। এদিকে বাঁধে ভাঙ্গনের খবর এলাকায় ছড়িয়ে পড়লে শুক্রবার সকাল থেকেই উৎসুক জনতা সেখানে ভিড় জমান। উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেছেন। এলাকাবাসী জানায়, বাঁধের যে অংশটি এখন ভাঙ্গতে শুরু করেছে সেখানে শুষ্ক মৌসুমে ড্রেজার দিয়ে বালু তোলা হতো। এতে বাঁধের নিচের অংশ থেকে মাটি সরে যায়। এখন বর্ষা মৌসুমে পদ্মায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাঁধের নিচের অংশ থেকে ভাঙ্গ শুরু হয়েছে।
×