ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সোনামসজিদ মহাসড়কের দু’পাশ দখল

প্রকাশিত: ০৬:০৩, ২৭ জুন ২০১৫

সোনামসজিদ মহাসড়কের  দু’পাশ দখল

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ বারঘরিয়া-সোনামসজিদ সড়কে থেমে গেছে সড়ক ও জনপদ বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান। অভিযান স্থগিতের ব্যাপারে বড় ধরনের বাণিজ্যের অভিযোগ উঠেছে। গত মাসে প্রধানমন্ত্রীর চাঁপাইনবাবগঞ্জ সফরকে সামনে রেখে এ অভিযান পরিচালনা করা হলেও তা এখন পুরোপুরি স্থগিত। উপরন্তু শাহনেয়ামতুল্লা কলেজ থেকে শহীদ ক্যাপ মহিউদ্দিন জাহাঙ্গীর বীরশ্রেষ্ঠ সেতু ও সংলগ্ন এলাকা, দ্বারিয়াপুর অভিমুখী ও মহানন্দা বাস স্ট্যান্ড পর্যন্ত সড়কের উচ্ছেদে ফাঁকা হয়ে যাওয়া স্থানগুলো আবার দখলের প্রস্তুতি চলছে। একটি প্রাথমিক হিসাবে পাওয়া গেছে এখনও বারঘয়িা থেকে সোনামসজিদ বন্দর পর্যন্ত প্রায় সাড়ে চার কোটি টাকার সম্পত্তি বেদখল হয়ে রয়েছে বলে জানা গেছে। এগুলোর অবস্থান সড়কের ধারে। বিশেষ করে মহারাজপুর, হরিনগর, রানীহাটি হাট ও সংলগ্ন এলাকা, বহলাবাড়ী মোড়, বেকির মোড়, পুকুরিয়া, কানসাট বাজার, ধোবড়া, মুসলিমপুর ও বালিয়াদীঘির কাছে রাস্তার দু’পাশে (২৫ কিলোমিটার) অবৈধভাবে পাকা স্থাপনা তৈরি করে ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছে দখলকারীরা। আবার যারা রাস্তার ধারের নিজস্ব জায়গায় স্থাপনা বা মার্কেট করেছে তারা সম্মুখভাবের রাস্তারও কিছু এলাকা দখলে নিয়ে মার্কেট সম্প্রসারণ করেছে।
×