ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে ব্রিজের রেলিং ভেঙ্গে এবার পিকআপ খালে

প্রকাশিত: ০৫:১৫, ২৯ জুন ২০১৫

চট্টগ্রামে ব্রিজের রেলিং ভেঙ্গে এবার পিকআপ খালে

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম, ২৮ জুন ॥ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ব্রিজের রেলিং ভেঙ্গে একটি পিকআপ শঙ্খ খালে পড়ে গেছে। শনিবার রাত তিনটার সময় মালবাহী পিকআপটি ব্রিজের রেলিং ভেঙ্গে খালে পড়ে গেলে হানিফা আক্তার (২২) নামের এক গৃহবধূ নিখোঁজ রয়েছে। ওই গৃহবধূ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর গ্রামের রাজু আহমদের স্ত্রী। চালক ও হেলপার প্রাণে বাঁচলেও নিখোঁজ রয়েছে গৃহবধূ হানিফা। সকাল থেকে ডুবরি ও ফায়ার সার্ভিসের লোকজন শঙ্খ খাল থেকে পিকআপ ও গৃহবধূকে উদ্ধারের চেষ্টা চালায়। পিকআপ চালক কোরবান আলী (৩৫) স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে গাঢাকা দিয়েছে বলে জানা যায়। সে মহেশখালী উপজেলার গৌরব গাথা গ্রামের আলী চানের পুত্র। গাড়ির হেলপার পলাতক। তবে তার নাম জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে চট্টগ্রাম ছেড়ে আসা কক্সবাজারমুখী একটি পিকআপ আম নিয়ে মহেশখালী উপজেলায় যাচ্ছিল। পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের দোহাজারী ব্রিজের রেলিং ভেঙ্গে নিচে পড়ে যায়। ঘটনার পর গাড়িচালক ও হেলপার পালিয়ে গেলেও চালকের ভাগিনী হানিফা আকতার নিখোঁজ রয়েছে। কয়েকদিনের প্রবণ বর্ষণ ও পাহাড়ী ঢলে পানির প্রবল স্রোতে মালবাহী পিকআপটি শঙ্খ খালে তলিয়ে গেছে। ব্রিজের রেলিং ভেঙ্গে শঙ্খ খালে পিকআপ পড়ে যাওয়ার পর হাইওয়ে পুলিশ, চন্দনাইশ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার তৎপরতা চালায়। পরে ডুবুরির দল শঙ্খ খালে ডুবে যাওয়া পিকআপের সন্ধানে অভিযান চালায়। দুপুর পৌনে তিনটা পর্যন্ত এ পিকআপ ও গৃহবধূর সন্ধান মেলেনি। ঘটনাস্থল থেকে সহকারী পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মোঃ শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে পানির প্রবল স্রোতের কারণে উদ্ধার কার্যক্রমে ব্যাহত হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পিকআপ চালকের চোখে ঘুম ছিল। যার কারণে সে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙ্গে শঙ্খ খালের নিচে পড়ে যায়।
×