ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কেরু চিনিকলের ৬৬ কোটি টাকার চিনি অবিক্রীত

প্রকাশিত: ০৫:২৬, ২৯ জুন ২০১৫

কেরু চিনিকলের ৬৬ কোটি টাকার চিনি অবিক্রীত

সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ২৮ জুন ॥ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু চিনিকলের উৎপাদিত গত ৪ মৌসুমের প্রায় সাড়ে ৬৬ কোটি টাকার চিনি গুদামজাত হয়ে পড়ে রয়েছে। আখচাষী, শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের মধ্যে সংশয় বিরাজ করছে। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের নির্দেশে নতুন প্যাকেট করে চিনি বিক্রয়ে খুব একটা সুফল আসছে না বলে জানিয়েছে এলাকার সচেতন মহল ও চিনি ডিলাররা। চিনিকল সূত্রে জানা যায়, গত ২০১১-১২ আখ মাড়াই মৌসুমের ২ হাজার ৪ দশমিক ৯০ মে.টন, ২০১২-১৩ মৌসুমের ৪ হাজার ৮ শত ৭৪ দশমিক ৯০ মে.টন, ২০১৩-১৪ মাড়াই মৌসুমের ৬ হাজার ২ শত ৪৮ দশমিক ২০ মে.টন এবং ২০১৪-১৫ মাড়াই মৌসুমের ৪ হাজার ৭ শত ৮০ দশমিক ১৩ মে.টন, যা গত ৪ মৌসুমের মোট চিনির পরিমাণ ১৭ হাজার ৯ শত ২৯ দশমিক ১৫ মে.টন। প্রতিকেজি ৩৭ টাকা কেজি দরে বর্তমান বাজার মূল্য ৬৬ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৫ শত ৫০ টাকা। এ বিষয়ে কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক এ বি এম আরশাদ হোসেন জানান, বেসরকারী চিনিকলগুলোর ওপর বর্ধিত হারে ভ্যাট, ইত্যাদি আরোপ করে তাদের উৎপাদিত চিনির বাজার দর বাড়াতে পারলে সরকারী চিনিকলগুলোর অচলাবস্থা দূর হতে পারে বলে তিনি দাবি করেছেন।
×