ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আবারও গাজাগামী জাহাজ আটক ইসরাইলী নৌবাহিনীর

প্রকাশিত: ০৬:৩৮, ৩০ জুন ২০১৫

আবারও গাজাগামী জাহাজ আটক ইসরাইলী নৌবাহিনীর

ইসরাইলী নৌবাহিনী ফিলিস্তিনপন্থী মানবাধিকার কর্মীদের গাজাগামী একটি জাহাজ আটক করে ইসরাইলী বন্দরে নিয়ে গেছে। জাহাজটিতে তল্লাশি চালানোর সময় নৌবাহিনী কোন ধরনের শক্তি প্রয়োগ করেনি বলে ইসরাইলের সামরিক বাহিনী সোমবার জানিয়েছে। খবর বিবিসি/এএফপির। দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরাইলী নৌবাহিনী কয়েকবার জাহাজটিকে তাদের অবস্থান পরিবর্তন করতে বলে। কিন্তু তাদের কথা না শোনায় তারা আন্তর্জাতিক জলসীমায় জাহাজটিতে তল্লাশি চালিয়ে মানবাধিকার কর্মীদের গাজা উপত্যকার সামুদ্রিক অবরোধ লঙ্ঘনের উদ্দেশ্য প্রতিরোধ করে। অনশন ভেঙ্গেছে ফিলিস্তিনী বন্দী এদিকে ফিলিস্তিনী বন্দী খাদার আদনানকে ইসরাইল মুক্তি দিতে সম্মত হওয়ায় ৫৬ দিন পর রবিবার তিনি অনশন ভাঙ্গেন। তার আইনজীবী ও ফিলিস্তিন বন্দী সংঘ একথা জানায়। নির্বাহী আটকাদেশের আওতায় আদনান (৩৭) এক বছর ধরে ইসরাইলের কারাগারে বন্দী রয়েছে। নিলামে বৃহত্তম সম্পত্তি বিশ্বের সবচেয়ে বড় সম্পত্তি নিলামে উঠছে। আয়তন ২৩ হাজার বর্গকিলোমিটার ইংল্যান্ডের মূল ভূখ-ের তিন-চতুর্থাংশের সমান। দাম হাঁকা হয়েছে ৩২ কোটি ৫ লাখ ডলার। সিডনি কিডম্যান নামে অস্ট্রেলিয়ার এক ব্যক্তির পারিবারিক সম্পত্তির বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ৩০ জন বিডার পাওয়া গেছে। জমিটি এত বড় একজন দরদাতাকে পুরো জায়গাটি প্লেনে করে দেখাতেও এক সপ্তাহ লাগবে। -ইন্ডিপেন্ডেন্ট অনলাইন। কিরগিজ চারুকলা ফেস্টিভ্যাল মধ্য এশিয়ার দেশ কিরগিজস্তানে শুরু হয়েছে দেশটির চারুকলা বিষয় পঞ্চম আন্তর্জাতিক ফেস্টিভ্যাল। রাজধানী বিশকেক থেকে ৪শ’ কিলোমিটার দূরে আতবাশি গ্রামে বসেছে এবারের উৎসবটি। পুরো কিরগিজস্তানের চারুশিল্পীর নিজেরদের শিল্পকর্ম নিয়ে এ ফেস্টিভ্যালে হাজির হয়েছেন। জার্মানির একটি সরকারী সমর্থনপুষ্ট সংস্থা এতে সহযোগিতা করছে। তৈরি কার্পেট থেকে শুরু নানা ধরনের শিল্পপণ্য ফেস্টিভ্যালে স্থান পেয়েছে।-এএফপি
×