ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

আগামীকাল ব্যাংক ‘হলিডে’

প্রকাশিত: ০৬:৪৩, ৩০ জুন ২০১৫

আগামীকাল ব্যাংক ‘হলিডে’

আগামীকাল বুধবার বছরের শেষ দিন। এদিন বাণিজ্যিক ব্যাংকগুলো ‘হলিডে’ পালন করবে। ব্যাংকগুলো গ্রাহকের সঙ্গে কোন লেনদেন করবে না। তবে নিজস্ব বার্ষিক হিসাব মেলাতে খোলা থাকবে ব্যাংক। বছরের লাভ-ক্ষতির হিসাব করে নতুন বছরের যাত্রা শুরু হবে আগামীকাল বুধবার থেকে। ব্যাংক লেনদেন বন্ধ থাকে বলেই প্রতিবছর এদিন শেয়ারবাজারও বন্ধ থাকে। ফলে বুধবার শেয়ারবাজারও বন্ধ থাকছে। -অর্থনৈতিক রিপোর্টার করেসপন্ডিং ব্যাংকিংয়ে নিষেধাজ্ঞা তুলে নেয়ার আহ্বান গবর্নরের সুইজারল্যান্ডের ব্যাসেলে অনুষ্ঠিত ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টসের (বিআইএস) বার্ষিক সাধারণ সভায় সম্প্রতি বিআইএসের চলতি রেগুলেটরি বিষয়ের ওপর আলোচনায় অংশ নেন বাংলাদেশ ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমান। তিনি উন্নত দেশগুলোর কিছু ব্যাংকের করেসপন্ডিং ব্যাংকিং প্রত্যাহারের বিরুদ্ধে মতামত ব্যক্ত করেন। তিনি বলেন, উন্নয়নশীল দেশের ব্যাংকগুলোকে মানি লন্ডারিংয়ের অজুহাতে করেসপন্ডিং ব্যাংকিং করতে দেয়া হচ্ছে না। এতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর ক্ষুদ্র রেমিটাররা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ড. আতিউর রহমান উন্নত দেশগুলোর গবর্নরদের এবং বিশ্বব্যাংকের মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানকে এসব ছোট ছোট লেনদেনকে ‘ঝুঁকিমুক্ত’ করার জন্য প্রয়োজনীয় নীতি উদ্যোগ গ্রহণের তাগিদ দেন। তা না হলে রেমিটারদের পরিবার দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে উল্লেখ করেন তিনি। -অর্থনৈতিক রিপোর্টার
×