ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ব্রাজিল থেকে আনা গম খাওয়ার উপযোগী কিনা জানতে চেয়েছে আদালত

প্রকাশিত: ০৫:৫৪, ১ জুলাই ২০১৫

ব্রাজিল থেকে আনা গম খাওয়ার  উপযোগী কিনা  জানতে চেয়েছে আদালত

স্টাফ রিপোর্টার ॥ ব্রাজিল থেকে চারশ’ কোটি টাকার আমদানি করা গম আদৌ মানুষের খাওয়ার উপযোগী কি-না, সরকারের কাছে তা জানতে চেয়েছে আদালত। খাদ্য সচিব ও খাদ্য অধিদফতরের মহাপরিচালককে ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে আদালতে জানাতে হবে। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে মঙ্গলবার এ আদেশ দেন। বিষয়টি আগামী ৫ জুলাই আবার আদালতের কার্যতালিকায় আসবে। আদেশের পর তাপস কুমার সাংবাদিকদের বলেন, ব্রাজিল থেকে আমদানি করা গম মানুষের খাওয়ার উপযোগী কিনা, তা আদালত জানতে চেয়েছে। সেই সঙ্গে গবেষণাগারে এ সংক্রান্ত সব পরীক্ষা-নিরীক্ষার ফলাফলও আদালতে জমা দিতে বলা হয়েছে। ঐ গম আমদানি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে পাভেল মিয়া নামের এক আইনজীবী রবিবার এই রিট আবেদন করেন। আদালতে তার আইনজীবী হিসেবে ছিলেন ব্যারিস্টার সানজীদ সিদ্দিকী। রাষ্ট্রপক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। রিটে বিবাদী করা হয়েছে, খাদ্য সচিব, খাদ্য অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ স্টান্ডার্ড এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের মহাপরিচালক, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানকে। রিট আবেদনে গম নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করা হয়। পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ‘ব্রাজিল থেকে আমদানি করা গমের মান নিয়ে খাদ্য অধিদফতর থেকে আপত্তি তোলা হয়েছিল। ব্রাজিল কৃষি মন্ত্রণালয় বা অন্য কোন বিভাগের মান নিয়ে কোন সনদ দেয়নি। বন্দরে অবস্থানকারী খাদ্য অধিদফতরের রসায়নবিদরা এই গমের কয়েকটি চালানকে ‘বি’ ক্যাটাগরির বা মাঝারি থেকে নিম্নমানের হিসেবে চিহ্নিত করেছিলেন। ব্রাজিল থেকে গম নিয়ে ‘এমভি স্যাম উলভ’ নামের একটি জাহাজ গত ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দরে এলে বন্দর কর্তৃপক্ষ চুক্তি অনুযায়ী অনুমতিপত্র ও নথি দেখতে চায়। তৎকালীন মহাপরিচালক ওই গম খালাসের জন্য অনুমতি দিতে বললে খাদ্য অধিদফতরের একজন অতিরিক্ত মহাপরিচালক লিখিতভাবে বলেন, ‘ব্রাজিলের কৃষি মন্ত্রণালয় ও বণিক সমিতি রফতানিকৃত গমের নিশ্চয়তাপত্র দেয় না। তাই এই গম খালাস করার সুযোগ না দেয়ার পক্ষে মত দেন তিনি’।
×