ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জাপানে বুলেট ট্রেনে গায়ে আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় দু’জনের মৃত্যু

প্রকাশিত: ০৬:৫৩, ১ জুলাই ২০১৫

জাপানে বুলেট ট্রেনে গায়ে আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় দু’জনের মৃত্যু

জাপানে যাত্রীবাহী একটি চলন্ত বুলেট ট্রেনে এক ব্যক্তি নিজের গায়ে আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় তিনিসহ দু’জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ইয়োকোহামা ও উদাওয়ারা এলাকার মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এনএইচকের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। জাপান রেলের এক মুখপাত্র বিবিসিকে বলেন, ট্রেনটির প্রথম ক্যারিজে ওই লোক নিজের গায়ে তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় হৃদরোগে আক্রান্ত ক্যারিজের অপর প্রান্তের আরেক নারী যাত্রীর মৃত্যু হয়। দমকল বিভাগের কর্মকর্তারা জানান, ধোঁয়ায় অন্তটি কামরা পুরো আচ্ছন্ন হয়ে যাওয়ার আগেই জরুরী বোতাম চেপে ট্রেনটি থামিয়ে দেয়া হয়। টোকিও থেকে ওসাকাগামী ওই ট্রেনে তখন প্রায় এক হাজার যাত্রী ছিল। উদাওয়ারা শহরের কাছে ট্রেনটি যখন থামে, তখন ভেতরে সাদা ধোঁয়া উড়ার ছবি স্থানীয় টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। স্থানীয় টিভিএস টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, ট্রেনটির একটি কামরা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে, আর যাত্রীরা নাকে রুমাল চেপে ধরে ট্রেনটি থেকে নেমে আসছেন। এদের মধ্যে একজনের কোলে একটি শিশুও আছে। এ ঘটনায় আরও অন্তত ছয় জন আহত হয়েছে বলে বিবিসি জানিয়েছে। ঘটনার পর থেকে টোকিও-ওসাকা দ্রুতগামী এই লাইনের সব ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। ওই লোকটির গায়ে আগুন ধরিয়ে দেয়ার পেছনের উদ্দেশ্য নিয়ে কর্মকর্তারা কোন ইঙ্গিত না দিলেও ঘটনাটিকে ‘আত্মহত্যা’ হিসেবে দেখছেন তারা।
×