ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফিরলেন সোহাগ

অনুশীলনে মাহমুদুল্লাহ নতুন মুখ জুবায়ের টি২০ দল ঘোষণা

প্রকাশিত: ০৬:৫৩, ২ জুলাই ২০১৫

অনুশীলনে মাহমুদুল্লাহ নতুন মুখ জুবায়ের  টি২০ দল ঘোষণা

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টি২০ সিরিজে দলে ফিরেছেন সোহাগ গাজী। এ সিরিজের মধ্যদিয়ে দীর্ঘদিন পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন তিনি। তবে ইনজুরির কারণে দলে জায়গা পাননি পেসার তাসকিন আহমেদ। পাকিস্তান ও ভারত সিরিজের পর দক্ষিণ আফ্রিকা সিরিজেও ১৪ সদস্যের দলে রয়েছেন রনি তালুকদার। মাহমুদুল্লাহ রিয়াদ টি২০ সিরিজে না থাকায় লিটন কুমার দাস সুযোগ পেয়েছেন। জুবায়ের হোসেন প্রথমবারের মতো টি২০ দলে ডাক পেয়েছেন। বুধবার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে টি২০ স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৫ ও ৭ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি২০ ম্যাচ দুটি। এদিকে, ইনজুরির কারণে ভারত সিরিজে খেলতে পারেননি বিশ্বকাপে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর ৬ দিন আগে (৪ জুন) ফিল্ডিং অনুশীলনের সময় বলের আঘাতে বাঁ হাতের তর্জনীতে চিড় ধরায় তিন সপ্তাহের জন্য দল থেকে ছিটকে যান তিনি। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে দলে ফিরতে মরিয়া রিয়াদ ইনজুরি কাটিয়ে বুধবার ব্যাট হাতে নিয়েছেন। মিরপুরের ইনডোরে কিছুক্ষণ নক করেন এই ডানহাতি ব্যাটসম্যান। গেল ৩-৪ দিন ধরে নিয়মিত জিম করছেন এই ক্রিকেটার। বুধবারই প্রথমবার ব্যাট হাতে নিলেন তিনি। টি২০ সিরিজে নেই মাহমুদুল্লাহ। তবে ওয়ানডে স্কোয়াডে তৃতীয় ওয়ানডেতে হলেও মাহমুুদুল্লাহকে দেখা যেতে পারে। বাংলাদেশ দল ॥ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, রনি তালুকদার, সৌম্য সরকার, সাকিব আল হাসান (সহঅধিনায়ক), মুশফিকুর রহীম, সাব্বির রহমান রুম্মন, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, সোহাগ গাজী, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
×