ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শাহজালালে চালান আটক

সোনার প্রতি আর আগ্রহী নন চোরাকারবারিরা, এখন আনছেন দামী ঘড়ি

প্রকাশিত: ০৮:৪০, ২ জুলাই ২০১৫

সোনার প্রতি আর আগ্রহী নন চোরাকারবারিরা, এখন আনছেন দামী ঘড়ি

স্টাফ রিপোর্টার ॥ ঘন ঘন ধরা পড়ায় চোরাকারবারিরা সোনার প্রতি আগ্রহ হারিয়ে এখন ঝুঁকছে অন্য পণ্যে। এখন তেমনটিই মনে করছেন শুল্ক গোয়েন্দারা বুধবার শাহজালালে ধরা পড়ে দামী ঘড়ির একটি চালান। হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো হাউসে গোপন সূত্রে অভিযান চালিয়ে আটক করা হয় এ চালান। এতে ছিল ১৫শ’ হাত ঘড়ি, যার বাজার মূল্য দেড় কোটি টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ডক্টর মইনুল খান জানান, ঘড়িগুলো দামী ও স্মার্ট। শুল্ক ফাঁকি দেয়ার জন্য মিথ্যা ঘোষণায় এগুলো আনা হয়। প্যাকেটে ছিল মোবাইল ফোন। কার্টন খোলার পর দেখা যায় তাতে মোবাইল নেই- আছে ঘড়ি। এ চালান আনে টেলিপোর্ট বিডি নামের একটি প্রতিষ্ঠান, যার ঠিকানা লেখা হাউস-৫৫, রোড-৪/এ ধানমন্ডি ঢাকা। মিথিলা ইন্টারন্যাশনাল নামের একটি ফরোয়ার্ডিং এজেন্ট মাল খালাসের বিল অব এন্ট্রি দাখিল করে। এ ঘড়িগুলোর শুল্ক পাওনা ছিল ৮৮ লাখ টাকা। মূলত সেটা ফাঁকি দেয়ার জন্যই এ কৌশল প্রয়োগ করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
×