ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিপিএল ফুটবল

শেখ জামালকে শেষ মুহূর্তে রুখে রহমতগঞ্জের চমক

প্রকাশিত: ০৮:২৬, ৩ জুলাই ২০১৫

শেখ জামালকে শেষ মুহূর্তে রুখে রহমতগঞ্জের চমক

স্পোর্টস রিপোর্টার ॥ ‘মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লীগ’ ফুটবলের দ্বিতীয় পর্বে বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বর্তমান লীগ চ্যাম্পিয়ন শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেডকে শেষ মুহূর্তের গোলে রুখে দিয়ে চমক দেখিয়েছে ‘জায়ান্ট কিলার’ খ্যাত রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে। খেলাটি ড্র হয় ২-২ গোলে। প্রথমার্ধে জামাল এগিয়ে ছিল ২-১ গোলে। লীগের প্রথম পর্বের মোকাবেলাতে রহমতগঞ্জকে ২-১ গোলে পরাভূত করেছিল জামাল। বৃহস্পতিবারের ম্যাচে জামালের পক্ষে জোড়া গোল করেন হাইতিয়ান ফরোয়ার্ড ওয়েডসন এ্যানসেলমে (৬ ও ২১ মিনিট)। যদিও নাইজিরিয়ান ফরোয়ার্ড এমেকা ডার্লিংটন প্রথম গোলটি করেছেন বলেই প্রেসবক্সে কর্মরত ক্রীড়া সাংবাদিকদের জোর দাবি ছিল। কিন্তু রেফারি আবদুল হান্নান মিরন এবং ম্যাচ কমিশনার আর আলম বিস্ময়করভাবে রিপোর্টে গোলদাতা হিসেবে লিখে দেন ওয়েডসনের নাম! রহমতগঞ্জের পক্ষে গোল করেন গিনি মিডফিল্ডার লামিনে কামারা (৪১ মিনিট) এবং নাইজিরিয়ান ফরোয়ার্ড গিডিয়ন সলোমন (৯০+৩ মিনিট)। দ্বাদশ ম্যাচে এটা জামালের তৃতীয় ড্র, ২৭ পয়েন্ট নিয়ে এখনও পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। পক্ষান্তরে সমান ম্যাচে এটা রহমতগঞ্জের চতুর্থ ড্র। ১০ পয়েন্ট নিয়ে অষ্টম থেকে সপ্তম স্থানে উঠে এলো দলটি। টপকে গেল টিম বিজেএমসিকে।
×