ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ফ্রি টিকেট ॥ ফতুল্লা স্টেডিয়ামে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১০

প্রকাশিত: ০৫:৪৩, ৪ জুলাই ২০১৫

ফ্রি টিকেট ॥ ফতুল্লা  স্টেডিয়ামে ত্রিমুখী সংঘর্ষ, আহত ১০

নিজস্ব সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ, ৩ জুলাই ॥ ফতুল্লা খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাদশ ও দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি ম্যাচে দর্শকদের সঙ্গে নিরাপত্তারক্ষী ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের শহরের খানপুরে অবস্থিত ৩শ’ শয্যা নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, শুক্রবার ছুটির দিন ও টিকেট ফ্রি থাকায় দর্শকদের ভিড়ের চাপে ধাক্কাধাক্কি থেকে এই ঘটনা ঘটে। শুক্রবার দুপুরে দুই দফা এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার ফতুল্লা খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাদশ ও দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি ম্যাচে দেখতে হাজার হাজার দর্শক ভিড় জমায়। বেলা ১১টার দিকে মাঠ খুল দেয়ার এক ঘণ্টার মধ্যে দুপুর ১২টার মধ্যে পুরো মাঠ দর্শকে ভড়ে যায়। দুপুর একটা ও আড়াইটার দিকে মাঠের বাইরে থেকে আরও প্রচুর দর্শক স্টেডিয়ামের ভেতরে প্রবেশের চেষ্টা করলে মাঠের নিরাপত্তারক্ষী ও পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এ সময় ভিড়ের চাপে কয়েকজন পদদলিত হলে নিরাপত্তারক্ষী ও পুলিশ মৃদু লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে স্টেডিয়ামের ভেতর কাঁটা তারের বেড়া টপকিয়ে কয়েকজন যুবক মাঠের ভেতর প্রবেশের চেষ্টা করলে কাঁটা তারের বেড়ায় জড়িয়ে আহত হয়েছে তিন জন। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, শুক্রবার ছুটির দিন, গার্মেন্টস কারখানা বন্ধ থাকায় স্টেডিয়ামে খেলা দেখতে ধারণক্ষমতার কয়েকজন গুণ বেশি দর্শক হলে ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির সৃষ্টি হয়। পুলিশ মৃদু লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাকারিয়া জানান, প্রস্তুতি ম্যাচ উপলক্ষে বেলা ১১টার দিকে স্টেডিয়ামের মূল ফটক খুলে দেয়া হয়। বেলা ১২টার মধ্যে পুরো স্টেডিয়াম দর্শকে ভরে যায়। বাইরে হাজার হাজার দর্শক মাঠের ভেতরে প্রবেশের চেষ্টা চালালে অতিরিক্ত পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এসময় ভিড়ের চাপে তিনজন পদদলিত হয়ে আহত হলে তাদের শহরের খানপুরে অবস্থিত ৩শ’ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
×