ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম-আবুধাবি রুটে বেসরকারী বিমান ‘রোটানা জেডে’র যাত্রা শুরু

প্রকাশিত: ০৬:০২, ৪ জুলাই ২০১৫

চট্টগ্রাম-আবুধাবি রুটে বেসরকারী বিমান ‘রোটানা জেডে’র যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম-আবুধাবি রুটে যাত্রা শুরু করেছে আরও একটি বেসরকারী এয়ারলাইন্স। ‘রোটানা জেড’ নামের এ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট বৃহস্পতিবার রাতে অবতরণ করে ৮৯ যাত্রী নিয়ে। এরপর ৮৪ যাত্রী নিয়ে সেটি আবার ছেড়ে যায় আবুধাবির উদ্দেশে। বিমানবন্দরের সভাকক্ষে রাতেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বেসরকারী এ এয়ারলাইন্সের। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের সিভিল এভিয়েশন উইং কমান্ডার মোঃ নুরে আলম। এ সময় উপস্থিত ছিলেন এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্ট স্পিডিং ইন্টারন্যাশনাল লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী বশির আহমেদ মামুন, রোটানা জেডের হেড অব সেলস গীতা রবীন্দ্রনাথ, বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার বজলুল কবির সোলাইমানি এবং বিমানবন্দর ও এয়ারলাইন্সের কর্মকর্তাগণ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, চট্টগ্রাম বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের যাত্রীই সবচেয়ে বেশি। সে কারণে চট্টগ্রাম-আবুধাবি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্তটি অত্যন্ত ইতিবাচক। যাত্রীদের সেবার মান ঠিক রাখতে পারলে বিমানবন্দর কর্তৃপক্ষও সব ধরনের সহযোগিতা প্রদান করবে।বেসরকারী বিমান সংস্থা ‘রোটানা জেড’ থেকে জানানো হয়, এ বিমানের ধারণ ক্ষমতা ১৩২ জন। বৃহস্পতিবার রাত নয়টায় এর একটি বিমান চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে ৮৯ জন যাত্রী নিয়ে। রাত দশটার দিকে একইফ্লাইট আবুধাবির উদ্দেশে উড্ডয়ন করে ৮৪ জন যাত্রী নিয়ে। ঢাকায় রোটানা জেডের উদ্বোধন হয় গত ২৪ জুন। শনি, মঙ্গল ও বৃহস্পতিবারÑসপ্তাহে এই তিন দিন ঢাকা থেকে আবুধাবি রুটে চলাচল করবে রোটানা জেড। প্রসঙ্গত, চট্টগ্রাম বিমানবন্দর থেকে প্রতিদিন প্রায় দু’হাজার যাত্রী বিভিন্ন দেশে যাতায়াত করেন। তবে এরমধ্যে নব্বইভাগই মধ্যপ্রাচ্যের যাত্রী।
×