ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে ফের গণভোটের সম্ভাবনা

প্রকাশিত: ০৬:১৬, ৪ জুলাই ২০১৫

স্কটল্যান্ডের স্বাধীনতা  প্রশ্নে ফের গণভোটের সম্ভাবনা

স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতা এ্যাংগাস রবার্টসন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে সতর্ক করে দিয়ে বলেছেন, স্বাধীনতা প্রশ্নে স্কটল্যান্ডে আবারও গণভোট অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। তিনি বলেছেন, ক্যামেরন বৃহত্তর ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে এবং স্কটল্যান্ডের ওপর আরও কৃচ্ছ্র আরোপ করলে স্কটিশ জনগণ যুক্তরাজ্য থেকে পৃথক হওয়ার জন্য ২০২০ সালের পূর্বে দ্বিতীয় একটি গণভোট অনুষ্ঠানের ব্যবস্থা করতে পারে। এসএনপি নেতা রবার্টসন অবজার পত্রিকায় এক সাক্ষাতকারে বলেন, ওয়েস্টমিনস্টারে অনেক রাজনীতিবিদ স্কটল্যান্ডে রাজনৈতিক পরিবর্তনের ধারা স্পষ্টত উপলব্ধি করতে ব্যর্থ হয়েছেন। তিনি হাউজ অব কমনসে এসএনপির ৫৬ সদস্যের নেতৃত্বে রয়েছেন এবং দলটি এ পার্লামেন্টে তৃতীয় বৃহত্তম দল হিসেবে স্বীকৃত। স্কটল্যান্ডের কাছে আরও ক্ষমতা হস্তান্তরের দাবিতে গত বছর অনুষ্ঠিত স্বাধীনতা-গণভোট অনুষ্ঠানের আগে ও পরে টোরি সরকার যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছে তা থেকে তারা সরে যাওয়ার চেষ্টা করছে বলে রবার্টসন দাবি করেন। -গার্ডিয়ান/টেলিগ্রাফ অনলাইন
×