ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নায়করাজ রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশিত: ০৬:৩১, ৪ জুলাই ২০১৫

নায়করাজ রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধনী দেশের কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা নায়করাজ রাজ্জাকের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। এ তথ্য জানিয়েছেন ইউনাইটেড হাসপাতালের চীফ অব কমিউনিকেশন এ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. শাগুফতা আনোয়ার। শুক্রবার বেলা ২টা দিকে তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে রাজ্জাক সাহেবের ভেন্টিলেশন মাস্ক খুলে দেয়া হয়েছে। তাঁকে এখন অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। যেহেতু তিনি স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন, তাই আমরা আশা করছি আগের চেয়ে ভাল অবস্থায় আছেন। তাঁকে সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখা হয়েছে। বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। শাগুফতা আনোয়ার আরও বলেন, রাজ্জাক সাহেবকে এখনই কেবিনে স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে তিনি ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। আশা করা যায় দ্রুতই তিনি বাসায় ফিরতে পারবেন। এদিকে নায়করাজের ছোট ছেলে সম্রাট বলেন, আমরা শীঘ্রই সংবাদ সম্মেলন করে নায়করাজের শারীরিক অবস্থা জানাব। আমরা জানি দেশের মানুষ আব্বাকে ভালবাসেন। তারা তাদের প্রিয় মানুষটির শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান। প্রসঙ্গত, ২৬ জুন শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন ৭৩ বছর বয়সী এই অভিনেতা। একই সমস্যা নিয়ে এর আগেও তিনবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাঁকে।
×