ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বরিশাল নগরীর উন্নয়নে ৬১ কোটি টাকার প্রকল্প

প্রকাশিত: ০৭:১৪, ৪ জুলাই ২০১৫

বরিশাল নগরীর উন্নয়নে ৬১ কোটি টাকার প্রকল্প

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরী উন্নয়নে বরিশাল সিটি কর্পোরেশনের জন্য ৬১ কোটি ২০ লাখ টাকার প্রকল্প গ্রহণ করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। ইমপ্রুভমেন্ট অব ইনফ্রাস্ট্রাকচার এ্যান্ড বিউটিফিকেশন ওয়ার্কস ইন বরিশাল সিটি কর্পোরেশন এরিয়া নামে এ প্রকল্পটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আগামী একনেক সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করবে এলজিইডি মন্ত্রণালয়। অনুমোদন পেলে ২০১৭ সালের জুন মাসের মধ্যে তা বাস্তবায়ন হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি জানান, ৫৮ বর্গকিলোমিটার বরিশাল মহানগরীতে বর্তমানে প্রায় ৭ লাখ লোকের বসবাস অথচ একটি ট্রাক স্ট্যান্ড নেই।
×