ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সঙ্গীত অঙ্গনে প্রীতমের ব্যস্ততা

প্রকাশিত: ০৭:৫৮, ৫ জুলাই ২০১৫

সঙ্গীত অঙ্গনে প্রীতমের ব্যস্ততা

স্টাফ রিপোর্টার ॥ বাবা খালিদ হাসান মিলু এবং বড় ভাই প্রতিক হাসানের মতো নয়, নিজের মেধার কারণেই সঙ্গীত অঙ্গনে বেশ পরিচিত হয়ে উঠেছেন তরুণ শিল্পী প্রীতম হাসান। নিজের চেষ্টা এবং যোগ্যতার কারণে তিনি প্রতিনিয়ত সঙ্গীত নিয়ে এগিয়ে চলেছেন। এরই ধারাবাহিকতায় একটির পর একটি কাজ করছেন। অডিও এ্যালবাম, চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার পাশাপাশি নাটকের গান নিয়েও কাজ করছেন প্রীতম। ইতোমধ্যে তার করা বেশ কিছু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। বাবা শিল্পী হওয়ায় ছোট বেলা থেকেই তিনি গানের আবহে বড় হয়েছেন। তিনি বর্তমানে সময়ে ব্যস্ততম শিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক। এর পাশাপাশি শিল্পী হিসেবেও পরিচিত তিনি। প্রীতম জানিয়েছেন ঈদ-উল-আযহায় আসছে তার সুর, সঙ্গীত ও গায়কীতে প্রথম সলো এ্যালবাম। এ্যালবামটি বাজারে আসবে গাংচিলের ব্যানারে। এ এ্যালবামটি প্রকাশের জন্য তিনি গাংচিলের কর্ণধার আসিফ ইকবালের কাছে বেশ কৃতজ্ঞ। এ এ্যালবামে নির্ঝর, প্রতিক হাসান ও কুদ্দুস বয়াতী গান গেয়েছেন। এ্যালবামের গানগুলো লিখেছেন মেহেদী হাসান লিমন, সোমেশ্বর অলি, ফাহিম মাহমুদ বাফীদ। এ এ্যালবাম ছাড়াও প্রীতম কাজ করছেন বেশ কয়েকটি মিশ্র এ্যালবামে। এছাড়া কাজ করেছেন ‘ভ্রমর’ চলচ্চিত্রে। প্রীতমের সুর সঙ্গীতে প্রথম বাজারে আসে এ এন সুমনের এ্যালবাম ‘কিছু প্রশ্ন’। এছাড়া তিনি বর্তমান সময়ে হাবিব ওয়াহিদের সহকারী সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন। সঙ্গীতে আজকের এ অবস্থানের জন্য তার মা, বড় ভাই প্রতিক হাসান, হাবিব ওয়াহিদ, অদিত ও মেহেদী হাসান লিমনের প্রতি তিনি বিশেষভাবে কৃতজ্ঞ বলে জানান। সঙ্গীত পরিচালনা পাশাপাশি প্রীতম হাসান ভাল কিছু গান শিল্পী হিসেবে শ্রোতাদের উপহার দিতে চান। প্রীতম বলেন, শ্রোতাদের কথা মাথায় রেখে ভাল গান করতে চাই। সারা জীবন বাংলা গানের সঙ্গে থাকতে চাই।
×