ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পাবনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রকাশিত: ০৫:০৯, ৬ জুলাই ২০১৫

পাবনায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৫ জুলাই ॥ স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন সশ্রম কারাদ- ও ২০ হাজার টাকা জরিমানা করেছে নারী ও শিশু জজ আদালত। রবিবার দুপুরে আদালত এ রায় প্রদান করেন। দ-াদেশপ্রাপ্ত রাজিব হোসেন (২৮) পাবনা সদর উপজেলার বউবাজার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারী কৌঁসুলি আব্দুস সামাদ খান রতন জানিয়েছেন, ২০১০ সালের প্রথম দিকে পাবনা সদর উপজেলার বউবাজার এলাকার রাজিবের সঙ্গে একই উপজেলার দুবলিয়া পশ্চিম পাড়ার ওসমান আলীর মেয়ে সোনিয়া খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে স্বামী রাজিব স্ত্রীকে নির্যাতন করে আসছিল। এক পর্যায়ে ২০১২ সালের ১০ ডিসেম্বর স্ত্রী সোনিয়াকে শ্বাসরোধ করে হত্যার পর পাষ- স্বামী ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখে। পরদিন ঘাতক রাজিবকে আসামি করে মেয়ের বাবা ওসমান আলী বাদী হয়ে পাবনা সদর থানায় মামলা করে।
×