ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ডায়রিয়ার প্রকোপ খুলনার একটি গ্রামে আক্রান্ত দুই শতাধিক

প্রকাশিত: ০৫:১০, ৬ জুলাই ২০১৫

ডায়রিয়ার প্রকোপ খুলনার একটি গ্রামে  আক্রান্ত দুই  শতাধিক

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনার ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এক সপ্তাহে ২ শতাধিক নারী-পুরুষ ও শিশু ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে গুরুতর অসুস্থ রোগীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্যরা হাসপাতালের জরুরী বিভাগে ও বাড়িতে চিকিৎসা গ্রহণ করেন। জানা গেছে, ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া গ্রামে কয়েকদিন আগে এক গৃহবধূর ডায়েরিয়া হয়। এর পর থেকে ওই এলাকায় ব্যাপকভাবে ডায়রিয়া ছড়িয়ে পড়ে। এখনও প্রতিদিন ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে সেখানকার মানুষ। ৪০ জনের বেশি রোগীকে উপজেলা হাসাপাতালে ভর্তি করা হয়। রোগীদের অভিযোগ ওষুধপত্র হাসপাতাল থেকে দেয়া হচ্ছে না। তাদের উচ্চমূল্যে গ্যাস্ট্রিকের ইনজেকশন কিনতে বাধ্য করা হচ্ছে। রবিবার ভর্তি রোগী ছিলেন ২২ জন। এর মধ্যে গুটুদিয়া এলাকার রোগীর সংখ্যা ১৮। আক্রান্ত রোগীদের অধিকাংশই একটি পাড়া বা এর আশপাশ এলাকার। স্থানীয়দের ধারণা, খাবারের দোকানের (ইফতার) খাবার খেয়ে এটা হতে পারে।
×