ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঈদের আগেই ঢাকা বরিশাল মহাসড়ক সংস্কার

প্রকাশিত: ০৫:১২, ৬ জুলাই ২০১৫

ঈদের আগেই ঢাকা বরিশাল মহাসড়ক সংস্কার

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ টানা বৃষ্টিতে বিভিন্নস্থানে ছোট ছোট গর্তের সৃষ্টি ও সড়কের পাশের মাটি সরে মূল সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে যাত্রায় বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে সড়কপথে দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগের একমাত্র ঢাকা-বরিশাল মহাসড়কের যাত্রীদের। ঈদের পূর্বেই মহাসড়কের সব সমস্যা সমাধান করার জন্য আজ মঙ্গলবার থেকে কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন বরিশাল সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা। জানা গেছে, বরিশাল-ঢাকা জাতীয় মহাসড়কের বরিশাল থেকে ভূরঘাটা পর্যন্ত ৪৮ কিলোমিটার বরিশাল জোনের আওতাধীন। গতবছর খানাখন্দে ভরা এ মহাসড়কে দুটি প্রকল্পের মাধ্যমে ১৯ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ৪০ কিলোমিটার মহাসড়ক সংস্কারের পর নতুন রূপ ফিরে পায়। কিন্তু গত জুন মাসের শেষের দিকে টানা বৃষ্টিতে সড়কের বিভিন্নস্থানে পানি জমে ছোট-ছোট গর্তের সৃষ্টি হয়েছে। বরিশাল-পটুয়াখালী, বরিশাল-ভোলা সড়কের বিভিন্নস্থানেও রয়েছে এ ধরনের গর্ত। অপরদিকে আঞ্চলিক মহাসড়কসহ বাবুগঞ্জ-মুলাদী, গৌরনদী-পয়সারহাটসহ বেশ কয়েকটি জেলা সড়কেও একই অবস্থা বিরাজ করছে।
×