ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইসলাম শিক্ষা ১ম পত্র

দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:১৯, ৬ জুলাই ২০১৫

দশম শ্রেণির পড়াশোনা

১. সম্পদের পুঞ্জীভূতকরণ রোধ করা যায় কিসের মাধ্যমে? ক) সাওম খ) সালাত গ) দান ঘ) যাকাত ২. মহানবি (স) এর কোন কন্যাকে হযরত আলি (রা) বিবাহ করেছিলেন? ক) কুলসুম (রা) খ) জয়নব (রা) গ) রুকাইয়া (রা) ঘ) ফাতিমা (রা) ৩. মানুষ সৎ উদ্দেশ্যে কোনো কাজ করলে পাবে- ক) তিরস্কার খ) পুরস্কার গ) সম্পদ ঘ) সম্মান ৪. সালাত আদায় করা ও যাকাত দেওয়া কী? ক) মুস্তাহাব খ) সুন্নাত গ) ওয়াজিব ঘ) ফরয ৫. “আল্লাহ তাঁর প্রিয় বান্দাদের কখনও বর্জন করেন না।” - এটি কোন সূরার শিক্ষা? ক) সূরা ইনশিরাহ খ) সূরা আন নাহল গ) সূরা আদ-দুহা ঘ) সূরা আন নাযিয়াত ৬. নিম্নের কোনটি মানুষকে সৎ পথে পরিচালিত করে? ক) তাকওয়া খ) সালাত গ) জিহাদ ঘ) সাওম ৭. হযরত উমর (রা) আমলে যে ধরনের সরকার প্রতিষ্ঠত হয়েছিল- র. গণতান্ত্রিক রর. স্বৈরতান্ত্রিক ররর. জবাবদিহিতামূলক নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৮. মহানবি (স) এর জীবদ্দশায় প্রথমদিকে সাধারণত হাদিস লেখা নিষেধ ছিল । কারণ- র. আরবের লোকেরা ছিল প্রখর স্মৃতির অধিকারী রর. মুখস্থ করার প্রতি কারও উৎসাহ থাকত না ররর. কুরআনের সঙ্গে হাদিসের সংমিশ্রণের আশঙ্কা ছিল নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর ৯. মুনাফিকরা কাফির কেন? ক) কাফিরদের সহযোগিতা করে বলে খ) কাফিরদের সাথে বন্ধুত্ব করে বলে গ) অন্তরে অবিশ্বাস ও অবাধ্যতা লুকিয়ে রাখে বলে ঘ) তাদের অন্তর খারাপ বলে ১০. কাদের দোয়া ও শ্রম জীবনের উন্নতির চাবিকাঠি? ক) পিতা-মাতার খ) আত্মীয়দের গ) শিক্ষকের ঘ) প্রতিবেশীর ১১. আমরা কার বান্দা? ক) রাসূল (স)-এর খ) হযরত ঈসা (আ)-এর গ) হযরত ইবরাহিম (আ)-এর ঘ) মহান আল্লাহর ১২. ইসলাম মাবন জীবনের কোন দিক নিয়ে দিক নির্দেশনা প্রদান করে? ক) ইবাদতের দিক নিয়ে খ) সমগ্র দিক নিয়ে গ) গুরুত্বপূর্ণ দিক নিয়ে ঘ) প্রয়োজনীয় দিক নিয়ে ১৩. ‘মিযান’ শব্দের অর্থ কী? ক) দাড়িপাল্লা খ) বড় পাতিল গ) বড় বালতি ঘ) বড় ডেগচি ১৪. ‘বিজরাক’ শব্দের অর্থ কী? ক) পথ খ) বোঝা গ) সোজা ঘ) বক্ষ ১৫. ছাত্র তার শিক্ষক থেকে কীসের উত্তরাধিকারী হয়? ক) সম্পদের খ) জ্ঞানের গ) চাকরির ঘ) অর্থের ১৬. কোন পর্বতে তাওরাত কিতাব নাযিল হয়? ক) হেরা খ) সাফা গ) তুর ঘ) উহুদ ১৭. জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য প্রয়োজন ক) যাকাত আদায় খ) ধনসম্পদ গ) সালাত কায়েম ঘ) সুন্দর মন ১৮. আদম কিসের সৃষ্টি? ক) নুরের খ) মাটির গ) পানির ঘ) বাতাসের ১৯. ফিতনা-ফাসাদের শরয়ী বিধান কী? ক) হালাল খ) হারাম গ) মুবাহ ঘ) বিধান নেই ২০. মক্কাবাসীরা রাসুল (স)-এর বিরোধিতা শুরু করে কেন? ক) ইসলামের দাওয়াত দেয়ায় খ) দরিদ্রদের সাহায্য করতে বলায় গ) কাবা মেরামত করতে বলায় ঘ) মক্কায় নেতৃত্বের দাবি করায় ২১. যাকাত অস্বীকারকারী কী? ক) মুনাফিক খ) মুশরিক গ) ফাসিক ঘ) কাফির ২২. গিবত করা কী ধরনের পাপ? ক) ব্যভিচারের সমান খ) হত্যার সমান গ) মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমান ঘ) পিতামাতার নাফরমানির সমান ২৩. দুনিয়ার সকল মানুষের প্রতি ভ্রাতৃত্বসূলভ আচরণের বহি:প্রকাশ করাকে কী বলে? ক) সহমর্মিতা খ) জাতীয়তাবোধ গ) ভ্রাতৃত্ববোধ ঘ) জীবনবোধ ২৪. তোমাদের মধ্যে সেই উত্তম, যে তার স্ত্রীর নিকট উত্তম। হাদিসটি কোন প্রন্থ থেকে সংকলিত?
×