ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উৎসবে ভাসছে চিলি

প্রকাশিত: ০৫:২৩, ৬ জুলাই ২০১৫

উৎসবে ভাসছে চিলি

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে স্বপ্ন পূরণ। প্রথমবারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতে ইতিহাস রচনা করে আনন্দ-উচ্ছ্বাসের জোয়ারে ভাসছেন ভিদাল-সানচেজরা। আনন্দের জোয়ারে ভাসছে চিলি। ৯৯ বছরের সাধনার ফল অবশেষে হাতে ধরা দিয়েছে। কিন্তু অদ্ভুতভাবেই আবেগকে চেপে রেখেছেন চিলির কোচ সাম্পাওলি। কোপার শিরোপা জিতেও পা মাটিতে রাখছেন এই আর্জেন্টাইন কোচ। চিলির ইতিহাসের বিশাল এই সাফল্যও যেন ছুঁতে পারেনি তার আবেগকে। বরং আরও কঠিন হচ্ছেন সাম্পাওলি। লক্ষ্য আরও বহুদূর। জানিয়ে দিলেন, শুধু কোপা জিতলেই হবে না। বিশ্বকাপ বাছাইপর্বের কঠিন চ্যালেঞ্জও যে মোকাবেলা করতে হবে চিলিকে। কোপা আমেরিকার ফাইনালকে দুই সোনালি প্রজন্মের লড়াই বলে আখ্যা দিয়েছিল সবাই। চিলির ৯৯ বছরের আক্ষেপ ঘুচিয়ে সানচেজ-ভিদালরা প্রমাণ করে দিলেন তারাই এই উপাধির যোগ্য দাবিদার। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে চিলির তারকা আর্তুরো ভিদাল জানান দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে তাদের। তবে এর পেছনে ভূমিকা রেখেছে তাদের কঠোর পরিশ্রম। এ বিষয়ে তিনি বলেন, ‘দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ নিল। এর জন্য কঠোর পরিশ্রম করেছি আমরা।’ দলের আরেক সেরা তারকা এ্যালেক্সিস সানচেজ। দীর্ঘদিন ধরে খেলেছেন আর্জেন্টিনার সেরা তারকা লিওনেল মেসির সঙ্গে। স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনাতে। এবার সেই বার্সার সাবেক সতীর্থের দেশকে হারিয়ে রোমাঞ্চিত সানচেজ। এ বিষয়ে চিলির তারকা ফুটবলার জানান ব্রাজিল বিশ্বকাপেই তিনি সতীর্থদের বলে রেখেছিলেন যে কোপাতে শিরোপা নিজেদের করেই রাখবেন। এ বিষয়ে আর্জেন্টিনাকে হারানোর পর তিনি বলেন, ‘এটা ব্রাজিলেই বলেছিলাম যে, আমরা শিরোপা জিততেই কোপা আমেরিকায় খেলতে যাচ্ছি। এই প্রজন্মটা আসলেই দুর্দান্ত। আমরা যোগ্য দল হিসেবেই শিরোপা জিতেছি।’শিষ্যদের অসাধারণ পারফর্মেন্সে মুগ্ধ চিলির আর্জেন্টাইন কোচ জর্জ সাম্পালিও। এ বিষয়ে তিনি বলেন, ‘অসাধারণ সব খেলোয়াড় নিয়ে গড়া একটি দলের বিপক্ষে আমরা দুর্দান্ত খেলেই জিতেছি। ৯০ মিনিটের মধ্যেই আমাদের জেতা উচিত ছিল। কিন্তু যাই হোক শেষ পর্যন্ত সুবিচার পেয়েছি আমরাই।’ তবে কোপার শিরোপা জেতা চিলির কোচের চোখে এখন ২০১৮ বিশ্বকাপ।
×