ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চীনে শেয়ার বাজারে ধস ঠেকাতে ১৯ বিলিয়ন ডলার বিনিয়োগ

প্রকাশিত: ০৫:৪৯, ৬ জুলাই ২০১৫

চীনে শেয়ার বাজারে ধস ঠেকাতে ১৯ বিলিয়ন ডলার বিনিয়োগ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চীনের শেয়ারবাজারে ধস ঠেকাতে দেশটির শীর্ষ স্টক ডিলাররা ১২০ বিলিয়ন ইউয়ান বা ১৯.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছে। দেশটির ২১টি ব্রোকারেজ হাউসের প্রতিনিধিদের বৈঠকে বিনিয়োগের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর বিবিসি। জুনের মাঝামাঝি থেকে চীনের প্রধান শেয়ারবাজার সাংহাই স্টক এক্সচেঞ্জের কম্পজিট সূচকের পতন হয়েছে প্রায় ৩০ শতাংশ। এর মধ্যে শুক্রবার এক দিনে মূল্য সূচকটির পতন হয়েছে ৬ শতাংশ। সূচকের এ পতনকে অস্বাভাবিক বলে মনে করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা দ্য চায়না সিকিউরিটিজ রেগুলেটরি কমিশন (সিএসআরসি)। সংস্থাটির মতে, এর পেছনে বড় কোনো কারসাজি থাকতে পারে। তাই বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নামছে তারা। তবে তদন্তের ফলাফল যাই হোক না কেন, আাপাতত পরিস্থিতিতি সামাল দিতে দেশটির ব্রোকারেজে হাউসগুলো এগিয়ে এসেছে।
×