ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বিসিকের বর্ষামেলা শুরু

প্রকাশিত: ০৫:৫০, ৬ জুলাই ২০১৫

বিসিকের বর্ষামেলা শুরু

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) উদ্যোগে মতিঝিলে ৫ দিনব্যাপী বর্ষামেলা-১৪২২ শুরু হয়েছে। রবিবার বিসিকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসকে ফিরোজ আহমেদ মেলার উদ্বোধন করেন। বিসিকের নকশা কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের বিভিন্ন পণ্য সামগ্রীর পরিচিতি ও বাজার সৃষ্টির মাধ্যমে তাদের সহায়তা দেয়ার উদ্দেশে এ মেলার আয়োজন করা হয়েছে। বিসিক প্রধান কার্যালয়ে আয়োজিত মেলায় বিভিন্ন ধরনের পোশাক, নকশিকাঁথা, তাঁতের ও জামদানি শাড়ি, পাটের হস্তশিল্প পণ্য, আধুনিক পদ্ধতিতে উৎপাদিত মধু, খাদ্যজাত সামগ্রী, হস্ত ও কুটির শিল্পজাত পণ্যের বিপুল সমারোহ ঘটেছে। মেলা উপলক্ষে কারুশিল্পীদের উৎপাদিত পণ্যসামগ্রী নিয়ে চলছে কারুশিল্প প্রদশর্নী। মেলায় হস্ত ও কুটির শিল্পপণ্যের ৬৫টি স্টল স্থান পেয়েছে। এ মেলা চলবে ৯ জুলাই পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা উন্মুক্ত থাকবে। -অর্থনৈতিক রিপোর্টার
×