ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নাশকতার মামলা

রফিকুল মিয়াসহ ১৫ জনের নামে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ০৬:৩৬, ৭ জুলাই ২০১৫

রফিকুল মিয়াসহ ১৫ জনের নামে গ্রেফতারি পরোয়ানা

কোর্ট রিপোর্টার ॥ নাশকতার একটি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। পল্লবী থানার বিশেষ ক্ষমতা আইনের এক মামলায় গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোঃ কামরুল হোসেন মোল্লা মামলাটির চার্জশীট আমলে নিয়ে এই পরোয়ানা জারি করেন। গত ২৬ জানুয়ারি মিরপুর-যাত্রাবাড়ী রুটের শিখর পরিবহনের একটি বাসে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগের ঘটনায় চালক জাকির হোসেন মামলাটি দায়ের করেন। ৩০ এপ্রিল আদালতে চার্জশীট দাখিল করেন পল্লবী থানার এসআই আবু সাঈদ। মামলাটিতে বিএনপি নেতা রুহুল কবির রিজভী এবং সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াও আসামি। তারা কারাগারে রয়েছেন। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া আসামিদের মধ্যে আরও আছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি চেয়ারপার্সনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারি হেলাল ও হাবিব-উন-নবী খান সোহেল।
×