ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে পুলিশে ব্যাপক রদবদল শুরু

প্রকাশিত: ০৭:৩৩, ৭ জুলাই ২০১৫

কক্সবাজারে পুলিশে ব্যাপক রদবদল শুরু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজার জেলা থেকে শতাধিক পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলকে অন্যত্র বদলি করায় ইয়াবা ও মানবপাচারকারী দালালদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে। গত ২০ জুন ঢাকার এসবিতে কর্মরত পুলিশের সহকারী দারগা এএসআই মাহফুজ ও তার গাড়ি চালককে প্রায় ২৮ কোটি টাকা মূল্যের প্রায় ৭ লক্ষাধিক ইয়াবাসহ ফেনী জেলায় র‌্যাবের হাতে আটক হওয়ায় কক্সবাজারে পুলিশ প্রশাসনে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিপুল ইয়াবাসহ তাকে আটকের সঙ্গে সঙ্গে কক্সবাজার জেলায় ডিবিতে কর্মরত ওসি দেওয়ান আবুল হোসেনসহ ১১ জনকে ক্লোজড করা হয়। এদের মধ্যে ২-৩ দারগাকে ইয়াবার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সাময়িক বরখাস্তও করা হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। বর্তমানে কমিটি জেলার বিভিন্ন থানায় তদন্তের কাজ চালাচ্ছেন বলে সূত্র আভাস দিয়েছে। এরই মধ্যে পুলিশের উর্ধতন কর্মকর্তারা পুলিশের মধ্যে শুদ্ধি অভিযান শুরু করেছে। ইতোমধ্যে কক্সবাজার জেলায় চাকরিরত শতাধিক পুলিশকে অন্যত্র একযোগে বদলিও করা হয়েছে। শতাধিক পুলিশকে বদলি এমনকি ইয়াবা ও মানবপাচারকারী গডফাদারদের সঙ্গে সখ্য থাকা কিছু কিছু অসাধু কর্মকর্তা ওই বদলির তালিকায় পড়ে অন্যত্র চলে যাওয়ায় ইয়াবা ও মানবপাচারীরা নাখোশ বলে সূত্রে জানা গেছে। কক্সবাজার জেলার বিভিন্ন থানায় পুলিশের মধ্যে বর্তমানে বদলি আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।
×