ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শৈশবে যেমন ছিলেন রোনাল্ডো!

প্রকাশিত: ০৭:৪২, ৭ জুলাই ২০১৫

শৈশবে যেমন ছিলেন রোনাল্ডো!

স্পোর্টস রিপোর্টার ॥ বিশ্ব ফুটবলের সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রেকর্ডের পর রেকর্ড গড়ে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তবে শৈশবে কেমন ছিলেন তিনি? এক সাক্ষাতকারে সি আর সেভেন নিজেই জানালেন সে কথা, ‘আমি যখন ছোট্ট ছিলাম তখন অনেকেই বলত, ক্রিশ্চিয়ানো তুমি অনেক প্রতিভাবান কিন্তু হাড্ডিসার।’ এরপর থেকেই প্রতিজ্ঞাবদ্ধ হন রোনাল্ডো। শারীরিকভাবে নিজেকে ফিট করতে মরিয়া হয়ে উঠেন। এ বিষয়ে বর্তমান সময়ের সেরা তারকা বলেন, ‘এরপর থেকেই আমি দৃঢ়ভাবে প্রতিজ্ঞা করি যে শারীরিকভাবে আমাকে আরও উন্নতি করতে হবে। ত্যাগ আর জিমে কঠোর পরিশ্রমের ফলেই শারীরিকভাবে আমি অনেক উন্নতি করি।’ সেই পরিশ্রম এখন নিয়মিতই করেন রিয়াল মাদ্রিদের পর্তুগীজ সুপারস্টার। আর তার কঠোর পরিশ্রমের ফলেই এত সব সাফল্য। এ বিষয়ে তিনি বলেন, ‘সাফল্যের জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এটা আমি প্রতিদিনই করি। এ কারণেই অনেক দিন ধরে শীর্ষস্থানটিতে অবস্থান করতে পারছি।’ শারীরিকভাবে যে রোনাল্ডো বেশ সচেতন, তার আরেকটি প্রমাণ রয়েছে রোনাল্ডোর। যা শুনে হয় তো অনেকেই বিস্মিত হতে পারেন। ক্রিশ্চিয়ানোর শরীরে কোন ট্যাটু আঁকেন না। এর পেছনে একটা কারণও আছে। ফিফা ব্যালন ডি’অর জয়ী এই পর্তুগীজ ফুটবলার নিয়মিতই রক্তদান করে থাকেন। আর ট্যাঠু থাকলে অনেক সময় সংক্রমণের ভয় থাকে। তাই রোনাল্ডো তার শরীরে ট্যাটু করাননি। যাতে কখনও রক্তদানে কোন বাধা তৈরি না হয়।’ গত মৌসুমটা তেমন ভাল কাটেনি রোনাল্ডোর। ব্যক্তিগত পারফর্মেন্সে আলো ছড়ালেও ক্লাবের হয়ে কোন শিরোপা জিততে পারেননি তিনি। তবে বিদায়ী কোচ কার্লোস আনচেলত্তির সঙ্গে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সম্পর্কটা বেশ ভাল ছিল। সেটা সবারই জানা আছে। তবে এখন রিয়াল মাদ্রিদের নতুন কোচ রাফায়েল বেনিতেজের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছেন রোনাল্ডো। রোনাল্ডো বলেন, দলের নতুন কোচ বেনিতেজের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছেন তিনি। অবশ্য ‘দেখি কি হয়’ বলেও মন্তব্য করেন পর্তুগালের এ আন্তর্জাতিক তারকা। আরচেলত্তিকে বরখাস্ত কারার পর সান্তিয়াগো বার্নাব্যুতে নতুন কোচ হিসেবে নিয়োগ দেয়া হয় বেনিতেজকে এবং মৌসুম শেষে বরখাস্ত করার পরও বিদায়ী বসের প্রতি নিজের সমর্থন ব্যক্ত করেন রোনাল্ডো। ফরাসী ক্লাব প্যারিস সেইন্টজার্মেইতে চলে যেতে পারেন বলে ব্যাপক গুঞ্জন থাকলেও পর্তুগাল অধিনায়ক তা অস্বীকার করে বলেন তিনি অভিজ্ঞ বেনিতেজের সঙ্গে কাজ করার অধীর অপেক্ষায় আছেন। এসএনটিভিকে রোনাল্ডো বলেন, ‘আমি আগে কখনও তার সঙ্গে কাজ করিনি। তবে তিনি অনেক অভিজ্ঞতাসম্পন্ন একজন কোচ। দেখি কি হয়। তবে আমি তার সঙ্গে কাজ করতে চাই। দেখব আমরা গুরত্বপূর্ণ শিরোপাগুলো জিততে পারি কি না। তবে আমি তার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।’ বন্ধু এবং সতীর্থ সার্জিও রামোসের ম্যানচেস্টার ইউনাইটেডে যোগদান সম্পর্কে কোন মন্তব্য করতে রাজি হননি রোনাল্ডো।
×