ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ম্যাচ কমিশনারকে বাফুফের শোকজ

প্রকাশিত: ০৭:৪৪, ৭ জুলাই ২০১৫

ম্যাচ কমিশনারকে বাফুফের শোকজ

স্পোর্টস রিপোর্টার ॥ রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতায় আছে, ‘অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণসম দহে।’ বাফুফে ম্যাচ কমিশনার জহুরুল হকের ক্ষেত্রেও বিষয়টি প্রযোজ্য? চলমান ‘মান্যবর বাংলাদেশ প্র্রিমিয়ার লীগ’ ফুটবলে দ্বিতীয় পর্বের ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত গত শুক্রবারের খেলায় শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড ৩-১ গোলে হারায় ব্রাদার্স ইউনিয়নকে। ম্যাচের বিরতি চলাকালীন সময়ে মাঠে মোবাইল ফোন ব্যবহার করেন ব্রাদার্সের ম্যানেজার আমের খান। কিন্তু বিষয়টি স্বচক্ষে দেখর পরও ম্যাচ কমিশনার জহুরুল হক ম্যাচ শেষে তার রিপোর্টে এ বিষয়ে কিছু উল্লেখ করেননি! যে কারণে তাকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। শেখ রাসেল-ব্রাদার্স ম্যাচটিতে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল রাসেল। ম্যাচের বিরতির সময় মাঠে উপস্থিত ব্রাদার্সের ম্যানেজার আমের খান তার মোবাইল ব্যবহার করে কারও সঙ্গে কথা বলেন। বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের বাইলজ অনুযায়ী যা অবৈধ। বাইলজ অনুযায়ী ম্যাচ চলাকালীন সময়ে মাঠে উপস্থিত কোন ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট কোন কর্মকর্তা সঙ্গে করে তার মোবাইল ফোন নিয়ে যেতে পারবেন না। যদি নিয়েও যান তবে সেটি ব্যবহার করতে পারবেন না। কিন্তু সেটিই করেছেন ব্রাদার্স ম্যানেজার। বাফুফে সূত্র নিশ্চিত করেছে ম্যাচ কমিশনার জহুরুল হক তার রিপোর্টে আমের খানের মোবাইল ব্যবহারের বিষয়টি উল্লেখ না করাতে তাকে আগামী ৯ জুনের মধ্যে কারণ দর্শানোর নোটিস দিয়েছে বাফুফে। ওইদিন আমেরকে মাঠে মোবাইল ব্যবহার করতে দেখেন প্রেসবক্সে উপস্থিত সাংবাদিকরাও। তারা ততক্ষণাৎ বিষয়টি প্রেসবক্সে উপস্থিত বাফুফের এক কর্মকর্তাকে জানালে তিনি সঙ্গে সঙ্গেই ফোন করে ম্যাচ কমিশনারকে বিষয়টি অবহিত করেন। কিন্তু ম্যাচ কমিশনার ম্যাচ শেষে তার রিপোর্টে বেমালুম চেপে যান! দিল্লী ডায়নামোর কোচ রবার্তো কার্লোস স্পোর্টস রিপোর্টার ॥ ভারতীয় সুপার লীগের (আইএসএল) পরবর্তী আসরে দলের প্রধান কোচ হিসেবে ব্রাজিলিয়ান সাবেক তারকা রবার্তো কার্লোসের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে দিল্লী ডায়নামো। গত বছর পঞ্চম স্থানে থেকে লীগ শেষ করেছিল দিল্লীর এই ফ্র্যাঞ্চাইজি দলটি। বেলজিয়ান কোচ হার্ম ভ্যান ভেলডোভেনের অধীনে মাত্র এক পয়েন্টের জন্য তাদের সেমিফাইনালে খেলা হয়নি। আসন্ন আইএসএল আসরে কার্লোসের চুক্তি নিঃসন্দেহে অনেক বড় একটি ঘটনা। ৪২ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফুলব্যাক খেলোয়াড়ি ক্যারিয়ারে ফিফা বিশ্বকাপ, ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, লা লিগা, কোপা আমেরিকা শিরোপা জিতেছেন। তার সময়ে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডারের তকমাটাও কার্লোসই অর্জন করে নিয়েছিলেন।
×