ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফিরে না আসার জের

ওমরাহ ভিসা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়েছে ॥ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৭:৫৪, ৭ জুলাই ২০১৫

ওমরাহ ভিসা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়েছে ॥ পররাষ্ট্রমন্ত্রী

সংসদ রিপোর্টার ॥ ওমরাহ ভিসা ওমরাহ পালনকারীদের জন্যই স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেছে। ওমরাহ পালন করতে গিয়ে অনেকে দেশে ফিরে না আসায় ওমরাহ ভিসা বন্ধ করা হয়েছে। এ প্রক্রিয়া কেবল বাংলাদেশ নয়; বরং সকল দেশের ওমরাহ পালনকারীদের জন্য প্রযোজ্য। সোমবার জাতীয় সংসদে সরকারী দলের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি জানান, চলতি বছরে ওমরাহ শুরু হওয়ার পর থেকে স্বাভাবিক নিয়মেই স্থানীয় ওমরাহ এজেন্সির মাধ্যমে সৌদি হজ মন্ত্রণালয়ের ওমরাহ বিভাগ থেকে বাংলাদেশীদের অনুকূলে ওমরাহ ভিসা ইস্যু করে আসছিল। বর্তমানে ওমরাহসংক্রান্ত যাবতীয় বিষয়াবলী সৌদি হজ মন্ত্রণালয় কর্তৃক অনলাইন সিস্টেমে সম্পন্ন হয়ে থাকে। মন্ত্রী জানান, সৌদি সরকার বেশ কিছু বাংলাদেশী এজেন্সির তালিকা সরবরাহ করেছে, যাদের মাধ্যমে এ বছর বাংলাদেশীরা ওমরাহ ভিসায় সৌদি আরব গিয়ে আর ফেরত আসেনি। এ সকল এজেন্সির তালিকা ইতোমধ্যে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।
×