ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

গ্রীসের ব্যাংকে আছে মাত্র ৫০ কোটি ইউরো

প্রকাশিত: ০৮:১০, ৭ জুলাই ২০১৫

গ্রীসের ব্যাংকে আছে মাত্র ৫০ কোটি ইউরো

অর্থনৈতিক রিপোর্টার ॥ মহাসঙ্কটে গ্রীস। সীমাহীন অর্থাভাবে গ্রীকরা। গ্রীসের সব ব্যাংক মিলে এখন আছে মাত্র ৫০০ মিলিয়ন বা ৫০ কোটি ইউরো। দেশটির মোট জনসংখ্যা ১১ মিলিয়ন। যদি সবার মধ্যে ভাগ করে দেয়া হয়, তবে একেকজন পাবেন প্রায় ৪৫ ইউরো। আর কোন নগদ অর্থ ব্যাংকের কাছে থাকবে না। সঙ্কট এমন পর্যায়ে এসে ঠেকেছে, তা ভাষায় বর্ণনা করা যায় না। গ্রীসের ১৬ ভাগ রাজস্ব আসে পর্যটন খাত থেকে। মহামন্দায় থাকায় বিদেশী পর্যটকরাও আসছে না। ব্যাংক লেনদেনের কোন সুযোগ নেই। ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট মার্টিন স্কুলজ টেলিগ্রাফকে বলেছেন, নতুন করে নগদ অর্থের যোগান না আসা পর্যন্ত গ্রীসের সবকিছু বন্ধ হয়ে থাকবে। বেতন দেয়া যাবে না, স্বাস্থ্য খাতে অচলাবস্থা সৃষ্টি হবে, বিদ্যুত সরবরাহ ও গণপরিবহন ধসে যাবে। অর্থের অভাবে খাদ্য আমদানি করতে পারবে না কেউ, কারণ কারও কাছে খাদ্য েেকনার মতো অর্থ থাকবে না। এই মুহূর্তে গ্রীসবাসীর অবস্থা এ রকম। ব্যাংকগুলো সচল করতে নগদ অর্থ ছাড়া বিকল্প কোন পন্থা নেই গ্রীসের হাতে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এখনও নতুন আলোচনা শুরু হয়নি। গণভোটে ‘না’ বিজয়ী হওয়ায় উদ্ভূত পরিস্থিতিতে কী করা যায়, তা নিয়ে জরুরী আলোচনায় বসছেন জার্মানির চ্যান্সেলর এ্যাঞ্জেলা মের্কেল এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। ২০১৪-১৫ অর্থবছরে এক হাজার ৪৫৩টি প্রকল্প পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০১৪-১৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় নিজস্ব অর্থায়নসহ মোট এক হাজার ৪৫৩টি প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন হয়েছে। তিনি সোমবার সংসদে সরকারী দলের সদস্য নুরুন্নবী চৌধুরীর এক প্রশ্নের জবাবে এ কথা বলেন। মন্ত্রী বলেন, প্রকল্পসমূহের অনুকূলে মোট বরাদ্দের পরিমাণ ছিল ৭৭ হাজার ৮৪২ কোটি টাকা। এরমধ্যে জিওবি ৫০ হাজার ১শ’ কোটি টাকা, প্রকল্প সাহায্য ২৪ হাজার ৯শ’ কোটি টাকা ও নিজস্ব অর্থায়ন দুই হাজার ৮৪২ কোটি টাকা। তিনি জানান, ২০১৪ সালের জুলাই থেকে ২০১৫’র মে পর্যন্ত ১১ মাসের এডিপি বাস্তবায়ন অগ্রগতি ৫১ হাজার ৯৯৭ কোটি টাকা, যা মোট বরাদ্দের ৬৭ শতাংশ। Ñঅর্থনৈতিক রিপোর্টার গার্মেন্টস শ্রমিকদের সঞ্চয় প্রকল্প ‘জমা’ গার্মেন্টস শ্রমিকদের জন্য সঞ্চয় প্রকল্প ‘জমা’ এনেছে ঢাকা ব্যাংক। রাজধানীর একটি হোটেলে গত রবিবার ব্যাংকের ২০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমান এটির উদ্বোধন করেন। এ সময় গবর্নর বলেন, ‘ঢাকা ব্যাংক গার্মেন্টস শ্রমিকদের জন্যে বিশেষভাবে তৈরি জমা নামে একটি সঞ্চয় সেবা আনুষ্ঠানিকভাবে চালু করতে যাচ্ছে। এছাড়া সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে তারা দরিদ্র ও অসহায়দের আর্থিক সহায়তার আয়োজনও করেছে। এ ধরনের উদ্যোগ আর্থিক অন্তর্ভুক্তি ও মানবিক ব্যাংকিং খাত প্রতিষ্ঠার অভিযানে সহায়ক ভূমিকা রাখবে বলে আমি আশা করি।’ -অর্থনৈতিক রিপোর্টার
×