ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ক্ষুদে লেখক কর্মশালার সনদপত্র প্রদান

প্রকাশিত: ০৮:১১, ৭ জুলাই ২০১৫

ক্ষুদে লেখক কর্মশালার সনদপত্র প্রদান

স্টাফ রিপোর্টার ॥ বড়দের মতো ছোটদেরও রয়েছে স্বতন্ত্র মনন ও কল্পনার ভুবন। তাই চাইলে মননশীল শিশুরাও হতে পারে লেখক। আর এই ভাবনায় গত ২৫ ও ২৬ জুন দুই দিনব্যাপী ক্ষুদে লেখক কর্মশালার আয়োজন করে বাংলাদেশ শিশু একাডেমি। লেখক হতে আগ্রহী দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাংলা ও ইংরেজী মাধ্যমের শিক্ষার্থী এবং সুবিধাবঞ্চিত শিশুসহ মোট ৫৪ জন অংশ নেয় এ কর্মশালায়। এছাড়া ২ ও ৩ জুলাই শিশুদের নিয়ে বাংলা বানান ও শুদ্ধ উচ্চারণ কর্মশালার আয়োজন করে শিশু একাডেমি। এ কর্মশালায় অংশগ্রহণ করে ৬৮ শিশু-কিশোর। শুদ্ধ উচ্চারণ কর্মশালায় ২৫ অভিভাবক এবং একাডেমির ২০ কর্মকর্তাও প্রশিক্ষণ গ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন দেশবরেণ্য সাহিত্যিক ও ভাষা গবেষকগণ। গতকাল সোমবার এই দুই কর্মশালায় অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়। সোমবার বিকেলে একাডেমির লেকচার থিয়েটার মিলনায়তনে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি। সভাপতিত্ব করেন একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন। কর্মশালায় অংশগ্রহণকারী সবার জন্য ছিল বিশেষ শুভেচ্ছা পুরস্কার। কর্মশালায় অংশগ্রহণ করে ১২ থেকে ১৬ বছর বয়সের শিশু-কিশোররা। সনদ প্রদান অনুষ্ঠান শেষে সন্ধ্যায় একাডেমিতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রিয়াজ-তিশার ‘শিশির কণা’ সংস্কৃতি ডেস্ক ॥ সম্প্রতি নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘শিশির কণা’। মোঃ তাবারক হোসেন ভূঁইয়ার রচনায় নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। ইনভেনশন প্রযোজিত ঈদের এ বিশেষ নাটকের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা রিয়াজ ও অভিনেত্রী তিশা। আরও আছেন শবনম ফারিয়া, রামিজ রাজু, রাখী চৌধুরী, এমিলা প্রমুখ। নাটকটি আগামী ঈদ-উল-ফিতরের তৃতীয় দিন রাত ১১-১৫ মিনিটে এনটিভিতে প্রচার হবে বলে জানা গেছে।
×