ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মইনুল-কনক চাঁপার ‘পদ্মপুকুর’ অনলাইনে

প্রকাশিত: ০৮:১২, ৭ জুলাই ২০১৫

মইনুল-কনক চাঁপার ‘পদ্মপুকুর’ অনলাইনে

স্টাফ রিপোর্টার ॥ ‘আমি ১৯৮১ সালে কনক চাঁপাকে আবিষ্কার করি। আমাদের বিয়ে হয় ১৯৮৪ সালে। বিয়ের আগে ও পরে মিলে টানা ১০ বছর অসংখ্য কালজয়ী গানের সুর ও সঙ্গীতায়োজন করেছি, যা কনকের এবং আমার দীর্ঘ সঙ্গীত জীবনে এক মাইল ফলক হয়ে আছে। অনেক বছর পর ‘পদ্ম পুকুর’ শিরোনামের এ্যালবামটি সেই অতীতের মতোই আমাকে আর একবার আপ্লুত করল। এ্যালবামের গান শ্রোতাদের হৃদয়ে কালজয়ী হয়েই থাকবে, আমার বিশ্বাস’- সঙ্গীতশিল্পী কনক চাঁপার একক এ্যালবাম ‘পদ্মপুকুর’ সম্পর্কে এমনই মন্তব্য করলেন এ্যালবামের সুর ও সঙ্গীত পরিচালক মইনুল ইসলাম খান। ডিজিটাল পদ্ধতিতে গ্রামীণফোন অনলাইনে আজ মঙ্গলবার মুক্তি পাচ্ছে এ্যালবামটি। এবার ঈদ-উল-ফিতরে লেজার ভিশনের ব্যানারে বাজারে আসছে শিল্পী কনক চাঁপার একক এ এ্যালবাম। শিল্পী কনক চাঁপা জানান, এ্যালবামটিতে মোট ৮টি গান রয়েছে। এর সব গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন মইনুল ইসলাম খান। এর মধ্যে ‘আমার একটি ছোট্ট বাড়ি পাশে পদ্মপুকুর’ গানটি লিখেছেন হুমায়ূন কবির, ‘পাখিরে আকাশ তোকে ডাক দিয়েছে যারে উড়ে যা’ লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, ‘জীবনের ফুল দানীতে’ ও ‘তুমিতো দূরের এখন’ লিখেছেন কবির বকুল, ‘দুফোটা বৃষ্টিতে’ গানটি লিখেছেন জুলফিকার রাসেল, ‘আমার কোন স্বপ্ন দেখা সয়না’ লিখেছেন এসআই সহিদ এবং ‘আমি নিঃস্ব হয়ে গেছি’ ও ‘আধোরাতে চমকে উঠি’ লিখেছেন এমাদ জুয়েল। মইনুল ইসলাম খানের সুর ও সঙ্গীতায়োজনে প্রথমবারের মতো গ্রামীণফোন অনলাইনে এ্যালবামটি মুক্তি সম্পর্কে শিল্পী কনক চাঁপা বলেন, বহুদিন পর মনের মতো একটি এ্যালবাম প্রকাশ হচ্ছে, অসম্ভব ভাল লাগছে। গানের বাণী ও সুরের ক্ষেত্রে মইনুল কখনই আপোস করেন না। এ্যালবামের প্রত্যেকটি গানের কথা ও সুরের এক মেল বন্ধন ঘটে। আমার বিশ্বাস এর গান শ্রোতাদের মনে জায়গা করে নিতে পারবে। এ্যালবামটি প্রকাশে সার্বিক সহযোগিতার জন্য গ্রামীণফোন ও লেজার ভিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সঙ্গীতজ্ঞ মইনুল ইসলাম খান।
×