ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রফতানি আয় বাড়লেও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি

প্রকাশিত: ০৬:৫৭, ৮ জুলাই ২০১৫

রফতানি আয় বাড়লেও লক্ষ্যমাত্রা পূরণ হয়নি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৩-১৪ অর্থবছরের তুলনায় গত অর্থবছরে (২০১৪-১৫) রফতানি আয় বেড়েছে ১০১ কোটি ১৮ লাখ ৩০ হাজার টাকা বা ৩.৩৫ শতাংশ। তবে রফতানি আয় বাড়লেও ২০১৪-১৫ অর্থবছরের যে লক্ষ্যমাত্রা ছিল তা পূরণ করা সম্ভব হয়নি। আগের অর্থবছরের লক্ষ্যমাত্রার তুলনায় ২০১৪-১৫ অর্থবছরে ২০০ কোটি টাকা রফতানি আয় কম হয়েছে। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) চলতি বছরের জুন পর্যন্ত প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইপিবির প্রতিবেদনে দেখা যায়, ২০১৪-১৫ অর্থবছরে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ হাজার ৩২০ কোটি টাকা। সে তুলনায় আয় হয়েছে ৩ হাজার ১১৯ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে রফতানি আয় ৬.০৩ শতাংশ কম হয়েছে। তবে ২০১৩-১৪ অর্থবছরের তুলনায় রফতানি আয় বেড়েছে। এদিকে গত অর্থবছরের জুন পর্যন্ত রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩২৫ কোটি ৬৯ লাখ ২০ হাজার টাকা। এ লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে ৩০৫ কোটি ৪৭ লাখ ৭০ হাজার টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় আয় কম হয়েছে ২০ কোটি ২৮ লাখ ৫০ হাজার টাকা। গত অর্থবছরে জুন মাসে সবচেয়ে বেশি রফতানি আয় হয়েছে জাহাজ, নৌকা ও ভাসমান স্ট্রাকচার খাত থেকে। আগের অর্থবছরের চেয়ে রফতানি আয় বেড়েছে ৩ হাজার ৫১৮ শতাংশ। আর লক্ষ্যমাত্রার তুলনায় বেড়েছে ৩ হাজার ৩৬০ শতাংশ।
×