ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাদ মুমিনুল, রনি ও তাসকিন

ওয়ানডেতে ফিরলেন এনামুল-মাহমুদুল্লাহ

প্রকাশিত: ০৭:০৮, ৮ জুলাই ২০১৫

ওয়ানডেতে ফিরলেন এনামুল-মাহমুদুল্লাহ

স্পোর্টস রিপোর্টার ॥ কাঁধের ইনজুরির কারণে বিশ্বকাপের মাঝখানেই দল থেকে ছিটকে গিয়েছিলেন এনামুল হক বিজয়। এরপর পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজেই ডাক পাননি তিনি। আর বিশ্বকাপে দুর্দান্ত নৈপুণ্য দেখানো মাহামুদুল্লাহ রিয়াদ পাকিস্তান সিরিজ খেললেও ভারতের বিপক্ষে সিরিজ শুরুর আগেই অনুশীলনে আঙ্গুলে চোট পাওয়ার কারণে ছিলেন না। এ দু’জনই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলে ফিরেছেন। মঙ্গলবার টি২০ সিরিজ শেষে ওয়ানডে দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টানা দুই সিরিজে স্কোয়াডে থাকলেও ওয়ানডে সিরিজ খেলার সুযোগ হয়নি তরুণ ওপেনার রনি তালুকদারের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি২০ ম্যাচে অভিষেক হলেও ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন তিনি। এছাড়াও ইনজুরি আক্রান্ত পেসার তাসকিন আহমেদও দলে ঠাঁই পাননি। আগের সিরিজগুলোয় ওয়ানডে স্কোয়াডে থাকলেও খেলার সুযোগ না পাওয়া মুমিনুল হক সৌরভকেও দলের বাইরে চলে যেতে হয়েছে। আগামী শুক্রবার প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। একই ভেন্যুতে ১২ জুলাই দ্বিতীয় ওয়ানডে এবং ১৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো দুপুর ১২টায় শুরু হওয়ার কথা থাকলেও তা দুয়েক ঘণ্টা পিছিয়ে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ওয়ানডে দল মঙ্গলবারই ঘোষণা করেছে বিসিবি। দলে ফেরা মাহমুদুল্লাহ ও এনামুল সম্পর্কে প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, ‘আমরা চিকিৎসক আর ফিজিওর কাছ থেকে যে রিপোর্ট পেয়েছি তাতে, তাকে নির্বাচন করা যাবে। ফিটনেসে কোন সমস্যা নেই, সে সম্পূর্ণ ফিট। বিজয় চোটের জন্য বাইরে ছিল, শেষ একটা সিরিজ তাকে আমরা বাইরে রেখেছিলাম। আমরা মনে করেছি সে ফর্মে আছে। ওকে আমরা টপঅর্ডারে বিকল্প হিসেবে নিয়েছি। ও টপ অর্ডারেই খেলবে। তিন নম্বরে আগে আমরা মুমিনুলকে চিন্তা করেছিলাম। কয়েক মাস ধরে ও ওয়ানডে খেলছে না। ওই জায়গায় আমরা চিন্তা করেছি টপঅর্ডারের আরেকটা ছেলেকে আমরা সেট করতে পারি কি না। মাহমুদুল্লাহ তিন/চারে খেলে। আমরা চেষ্টা করছি বিজয়কে এখানে সেট করা যায় কি না।’ রনি তালুকদার কোন ওয়ানডে খেলার সুযোগ পাননি। এবার তাকে বাদ রাখা প্রসঙ্গে ফারুক বলেন, ‘এনামুল ও মাহমুদুল্লাহ চোটে পড়েছিল বলে আমরা রনিকে দলে নিয়েছিলাম। মাহমুদুল্লাহ ও এনামুল দলে আসায় সে বাইরে গেছে। যখন প্রয়োজন মনে করব আমরা আবার তাকে দলে নেব।’ দক্ষিণ আফ্রিকা স্পিনে দুর্বল। বাংলাদেশের ওয়ানডে দল ॥ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), তামিম ইকবাল, সৌম্য সরকার, এনামুল হক বিজয়, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসেন, সাব্বির রহমান, লিটন কুমার দাস, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আরাফাত সানি ও জুবায়ের হোসেন লিখন।
×