ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দ্রুত মধ্যম আয়ের দিকে যাচ্ছে দেশ ॥ নাসিম

প্রকাশিত: ০৭:২৭, ৯ জুলাই ২০১৫

দ্রুত মধ্যম আয়ের দিকে যাচ্ছে দেশ ॥ নাসিম

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশের জঙ্গী দমনে শেখ হাসিনার নেতৃত্ব বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশের দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য শিক্ষা, যোগাযোগ ও কৃষি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এক সময়ের তলাবিহীন ঝুড়ির বাংলাদেশ দ্রুত মধ্যম আয়ের দেশের অগ্রগতির পথে ধাবিত হচ্ছে। এই উন্নয়নের মাপকাঠি ধরে বিশ্বব্যাংক বাংলাদেশকে ইতোমধ্যেই নিম্ন মধ্যম আয়ের দেশের স্বীকৃতি দিয়ে এ দেশের জনগণ এবং শেখ হাসিনাকে সম্মানিত করেছেন। তিনি এও বলেছেন দেশ পরিচালনায় ধারাবাহিকতা ও মুক্তিযুদ্ধের শক্তি ক্ষমতায় থাকলে শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের সমৃদ্ধ দেশে পরিণত হবে। তিনি বুধবার বিকেলে উল্লাপাড়ায় ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা হাসপাতালের ফলক উন্মোচন শেষে পূর্ণিমাগাতি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন। এর আগে তিনি কাজীপুরের গান্ধাইলে ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেন। পূর্ণিমাগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসমাবেশে, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, সিরাজুল ইসলাম খান, এমপি তানভীর ইমাম, সাবেক এমপি সফিকুল ইসলাম সফি, উপজেলা চেয়ারম্যান মারুফ বিন হাবীব, আব্দুস সামাদ সরকার, গোলাম মোস্তফা, নজরুল ইসলাম, আহসান আলী সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ জনসমাবেশে বক্তব্য দেন। তিনি সিরাজগঞ্জ থেকে সড়কপথে উল্লাপাড়া যাওয়ার পথে হাটিকুমরুল চৌরাস্তা মোড়ে পৌঁছলে দলের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রাসহ বিভিন্ন সেøাগান দিয়ে তাঁকে নিয়ে যান পূর্ণিমাগাতি ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চত্বরে। সেখানে পৌঁছে তিনি প্রথমেই ফলক উন্মোচন করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন। সেখানে সংসদ সদস্য তানভীর ইমাম, সাবেক এমপি সফিকুল ইসলাম সফি, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান মোল্লাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পর তিনি পূর্ণিমাগাতি ইউনিয়ন পরিষদ চত্বরে জনসমাবেশে যোগ দেন।
×