ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চার মাস পর বাড়ি ফিরল মালয়েশিয়ায় পাড়ি জমানো কিশোর

প্রকাশিত: ০৭:২৯, ১০ জুলাই ২০১৫

চার মাস পর বাড়ি ফিরল মালয়েশিয়ায় পাড়ি জমানো কিশোর

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ অসহনীয় দুর্ভোগ ও দুঃসহ মৃত্যু যন্ত্রণা ভোগ করে অবশেষে দেশে ফিরেছে দালালের মাধ্যমে সাগর পথে মালয়েশিয়া পাড়ি জমানো হবিগঞ্জের কিশোর বাছির মিয়া (১৭)। বুধবার রাত ১১টায় বাংলাদেশে রেডক্রিসেন্ট কর্তৃপক্ষ ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট ভবনে স্বজনদের কাছে হতভাগা এই কিশোরকে হস্তান্তর করে। মালয়েশিয়ায় দীর্ঘ দুই মাস কারাভোগ শেষে মৃত্যুর হাত থেকে ফিরে আসা হতভাগা এই কিশোর হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার বোল্লা ইউনিয়নের ফরিদপুর গ্রামের খেলু মিয়ার ছেলে। হতভাগা যুবক বাছির মিয়া জানায়, গত মার্চ মাসের ১৫ তারিখ তাদের গ্রামের দালাল আদম আলীর খপ্পরে পড়ে সাগরপথে মালয়েশিয়া যাবার অন্ধকার পথে পাড়ি জমায় সে। এরপর দুই মাস অবর্ণনীয় দুর্ভোগ, দুঃসহ মৃত্যু যন্ত্রণা ভোগ করে সাগরে ভেসে থাকে তারা। পরে মালয়েশিয়ায় দুই মাস বন্দীশিবিরে আটক থাকার পর অনুর্ধ ১৮ বছর হওয়ায় মালয়েশিয়ান রেডক্রিসেন্টের মাধ্যমে তাকে বাংলাদেশে পাঠানো হয়। বাংলাদেশে পৌঁছার পর বিমানবন্দর থেকে বাংলাদেশ রেডক্রিসেন্ট কর্তৃপক্ষ তাকে স্বজনদের ঠিকানা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া রেডক্রিসেন্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। শিশু সমাবেশ নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৯ জুলাই ॥ নেতৃত্ব বিকাশ ও অধিকার নিশ্চিতকরণে বৃস্পতিবার দিনব্যাপী ঠাকুরগাঁওয়ে শিশু সমাবেশ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁওয়ের সহযোগিতায় কার্যালয় চত্বরে কেন্দ্রীয় শিশু ফোরাম আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শিশুবিষয়ক কর্মকতা মোঃ জবেদ আলী। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এসএম জসিম, ফজলে ইমাম বুলবুল, জিয়াউর রহমান বকুল, এডিপি ম্যানেজার লিওবার্ট চিসিম প্রমুখ। মানবপাচার বিরোধী র‌্যালি নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৯ জুলাই ॥ রূপগঞ্জ উপজেলা প্রশাসন ও কারিতাস নিরাপদ অভিবাসন প্রকল্পের যৌথ উদ্যোগে অবৈধভাবে মানবপাচার বিরোধী র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার মুড়াপাড়া এলাকায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুঁইয়া, লোকমান হোসেন, এবিএম মেহেদী মাসুদ, মুরাদুল হাসান, রুমানা আক্তার, আব্দুর রহিম, নুরে আলম, আল-ফরিদ, রফিকুল ইসলাম, সদস্য বেণুকা রানী সরকার, প্রদীপ চন্দ্র পাল, স্বপন কুমার সাহা প্রমুখ।
×