ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশীসহ নিহত ৯

প্রকাশিত: ০৫:৩০, ১১ জুলাই ২০১৫

সৌদি আরবে সড়ক  দুর্ঘটনায় তিন  বাংলাদেশীসহ  নিহত ৯

জনকণ্ঠ ডেস্ক ॥ সৌদি আরবের রিয়াদ প্রদেশের মাজমায়াহ শহরে বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশীসহ ৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩৫ জন। আহতদের অনেকে বাংলাদেশী বলে জানা গেছে। খবর বিডি ও বাংলানিউজের। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে তিনটা ) মাজমায়াহ শহরে ফ্লাইওভারের রেলিং ভেঙ্গে শ্রমিক বহনকারী একটি ট্রাক নিচে পড়ে গেলে ৩ বাংলাদেশীসহ ৯ জন নিহত হন। আহত হন ৩৫ জন। আহতদের মধ্যে ২০ জন বাংলাদেশী। তাদের নামÑপরিচয় এখনও জানা যায়নি। আহত কয়েকজনের অবস্থা গুরুতর। নিহতরা হলেন টাঙ্গাইলের মাসুদ, কিশোরগঞ্জের পাকুন্দিয়ার আলম ও জামালপুরের ওয়াহেদ আলী। জানা গেছে, ফ্লাইওভারে ওঠার পর ট্রাকটির সামনের চাকা বিস্ফোরিত হলে এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিং ভেঙ্গে নিচে পড়ে যায়। হতাহত শ্রমিকরা সবাই কাজ শেষে বাসায় ফিরেছিলেন। রিয়াদে বাংলাদেশের দূতাবাসের দ্বিতীয় সচিব (শ্রম) মিজানুর রহমান জানিয়েছেন, হতাহত বাংলাদেশীরা সবাই আল ফাহাদ ক্লিনিং কোম্পানির শ্রমিক হিসেবে সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতার কাজ করতেন। আহতদের কিং খালেদ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে রাখা হয়েছে। আহত বাকি ১৭ বাংলাদেশীকে হাসপাতালের সাধারণ ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের লাশ রিয়াদের কিং খালেদ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
×