ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সাবেক সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সউদ আল ফয়সাল আর নেই

প্রকাশিত: ০৫:৪৩, ১১ জুলাই ২০১৫

সাবেক সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সউদ আল ফয়সাল আর নেই

সৌদি আরবের সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সউদ আল ফয়সাল আর নেই। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ৭৫ বছর বয়সে মারা গেছেন তিনি। সৌদি রাজপ্রসাদ এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবের দীর্ঘ সময় ধরে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন সউদ আল ফয়সাল। তবে তার মৃত্যুর কারণ বলা হয়নি। তার মৃত্যুতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ অন্যান্য বিশ্ব নেতা শোক প্রকাশ করেছেন। তাছাড়া আরব দেশগুলোতে শোক পালনের ঘোষণা দেয়া হয়েছে। খবর এএফপি, সৌদি গেজেট ও আল জাজিরা অনলাইনের। ১৯৪০ সালে জন্মগ্রহণকারী প্রিন্স সৌদকে ১৯৭৫ সালে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ দেয়া হয়। দীর্ঘ ৪০ বছর এ পদে দায়িত্ব পালনের পর চলতি বছরের এপ্রিলে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়। শনিবার রাতে পবিত্র মক্কা নগরীতে প্রিন্স সউদের জানাজা অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য সংক্রান্ত জটিলতার কারণে গত এপ্রিলে পদত্যাগ করার আগে সৌদি আরবের ক্ষমতাসীন এলিট সদস্যদের মধ্যে তিনি ছিলেন একজন সিনিয়র সদস্য। সউদ আল ফয়সালকে সৌদি আরবের একজন গুরুত্বপূর্ণ কূটনীতিক হিসেবে দেখা হয়। তিনি সফলভাবে আঞ্চলিক বিভিন্ন সংকট মোকাবেলা করেন এবং পশ্চিমা দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন। তার এক ভাতিজা সউদ মোহাম্মদ আল-আব্দুল্লাহ আল-ফয়সাল এক টুইটার বার্তায় বলেন, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। প্রিন্সের মৃত্যুর খবর পাওয়ার পরপরই তার প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং রাজপ্রাসাদ তাকে ‘সততা ও কঠোর পরিশ্রমের প্রতীক’ হিসেবে তুলে ধরে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, তিনি ছিলেন একনিষ্ঠ ও নিবেদিতপ্রাণ এক কূটনীতিক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, তার মৃত্যুতে তিনি একজন বন্ধু ও বিজ্ঞ পরামর্শদাতাকে হারালেন। সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বলেছেন, শান্তির জন্য সউদ আল ফয়সাল নিরলস পরিশ্রম করেছেন।
×