ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পরমাণু কর্মসূচী নিয়ে ইরানের সঙ্গে শীঘ্রই চুক্তি ॥ রুশ পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৪, ১১ জুলাই ২০১৫

পরমাণু কর্মসূচী নিয়ে ইরানের সঙ্গে শীঘ্রই চুক্তি ॥ রুশ পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পারমাণবিক কর্মসূচী নিয়ে একটি চূড়ান্ত চুক্তি প্রায় হয়ে গেছে বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। বৃহস্পতিবার রাশিয়ার উফা শহরে ব্রিক্স শীর্ষ সম্মেলনের বিরতিতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। খবর ওয়েবসাইট। ভিয়েনায় বিশ্বের ক্ষমতাধর ছয়টি রাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচী নিয়ে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে দু’পক্ষের আলোচনা চলছে। ওই চুক্তির নিয়ে কাজ করার জন্য ভিয়েনায় ফিরে যেতে প্রস্তুত বলেও জানিয়েছেন লাভরভ। তিনি বলেন, আমরা চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছি। এটি হাতের নাগালে চলে এসেছে। তিনি জানান, একটি নতুন, স্থায়ী চুক্তি ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার পথ খুলে দেবে। বুধবার ইরানী গণমাধ্যমগুলো জানিয়েছিল, পরমাণু কর্মসূচী নিয়ে আলোচনায় বিরোধ দূর করার জন্য কিছু নতুন প্রস্তাব দিয়েছে ইরান; কিন্তু পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন, তারা ইরানের কাছ থেকে নতুন কোন কথাই শুনেননি। পারমাণবিক কর্মসূচীর মাধ্যমে ইরান গোপনে পরমাণু অস্ত্র তৈরি চেষ্টা করছে বলে অভিযোগ করে আসছে পশ্চিমা দেশগুলোসহ মধ্যপ্রাচ্যের ইরান বিরোধী রাষ্ট্রগুলো। এর বিপরীতে নিজেদের পরমাণু কর্মসূচীকে বরাবরই শান্তিপূর্ণ উদ্দেশ্যে নিয়োজিত বলে দাবি করে আসছে ইরান।
×