ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চাঁপাইয়ে ভুয়া এনজিও কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা

প্রকাশিত: ০৫:৫০, ১১ জুলাই ২০১৫

চাঁপাইয়ে ভুয়া এনজিও কয়েক কোটি টাকা  নিয়ে লাপাত্তা

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ আবার হায় হায় কোম্পানি। এবার কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা হয়েছে একটি ভুয়া এনজিও প্রতারক চক্রটি। একেবারে জেলা শহরের প্রধান কেন্দ্রে অফিস খুলে মাইক্রোক্রেডিটের কার্যক্রম চালিয়ে কয়েক কোটি টাকা নিয়ে রাতের আঁধারে পালিয়েছে তারা। “জীবন উন্নয়ন ফাউন্ডেশন” নামের বিশাল সাইনবোর্ড লাগিয়ে মাছ ব্যবসায়ীদের পাড়া নামেখ্যাত আলীনগর ভূতপুকুর এলাকায় অফিস খুলে নানান প্রলোভন দিয়ে ব্যবসা করে আসছিল। এলাকার খেটে খাওয়া মানুষকে টার্গেট করে আমানত সংগ্রহ করেছে দিনের পর দিন। জেলা শহরের স্টেশন পাড়া, উদয়ন মোড়, নিউমার্কেট, প্রান্তিক পাড়া, পাঠান পাড়া, কোর্ট পাড়া, নিউমার্কেট মাছ বাজারসহ ১৬টি মহল্লায় প্রায় আড়াই হাজার গ্রাহক তৈরি করে নিয়মিত টাকা আদায় করত। টাকার পরিমাণ ১০ টাকা থেকে শুরু করে হাজার পর্যন্ত। দেড় বছরের অধিক সময় ধরে প্রতারক চক্র দ্বিগুণ, তিনগুণ অর্থ দেবার প্রলোভন দিয়ে টাকা কামিয়েছে। অনেককেই মিথ্যা প্রলোভনের ফাঁদে ফেলে আশ্বাস দিয়ে রেখেছিল ঈদে তাদের বোনাসসহ লাভের টাকা ফেরত দেবে। শহরতলীর মধ্যে এ ধরনের প্রতারণায় চিহ্নিত চক্রটি ব্যবহার করত স্থানীয় কিছু যুবক ও আইন প্রয়োগকারী সংস্থার সিপাহী মর্যাদার লোকজনদের। প্রতারকদের চলাফেরা এসব লোকজনের সঙ্গে ছিল। তারা শো করতে চাইতো এসব পোশাকি লোকজনদের দেখিয়ে।
×