ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বর্জ্য নিষ্কাশন পাইপে ফাটল, দর্শনায় দূষিত পানিতে একাকার

প্রকাশিত: ০৫:৫০, ১১ জুলাই ২০১৫

বর্জ্য নিষ্কাশন পাইপে ফাটল, দর্শনায়  দূষিত পানিতে   একাকার

সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ১০ জুলাই ॥ জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা কেরু এ্যান্ড কোম্পানির বর্জ্য নিষ্কাশন পাইপ ফেটে বর্জ্য আর পানিতে একাকার হয়ে গেছে দর্শনা পৌরসভা পুরাতন বাজার এলাকাটি। ফলে এলাকার মানুষের দেখা দিয়েছে নানা রোগ ব্যাধি। এছাড়াও নালা-নর্দমা আর গর্ত সৃষ্টি হয়ে সামান্য বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে দর্শনা পৌরসভার অধিকাংশ রাস্তাঘাট। উপজেলার বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগকারী পৌরসদরে আসা জনসাধারণের ভোগান্তির অন্ত নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় এলাকার নিচু জমি, পুকুর, ডোবা, দীঘি, নালাসহ প্রাকৃতিক জলাধারসমূহ ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের অভাবে বাসাবাড়ির সামনেসহ অনেক রাস্তায় বৃষ্টির পানি জমে জলাশয়ে রূপ নিয়েছে। সরেজমিনে দেখা যায়, দর্শনা পৌরসভার ৭নং ওর্য়াডটি হিন্দুপাড়া নামে পরিচিত। এলাকার অধিকাংশ সড়ক যান চলাচলের অনুপযোগী। ৭নং ওয়ার্ডে ড্রেনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সঙ্গে কেরু এ্যান্ড কোম্পানির বর্জ্য নিষ্কাশনের পাইপ ফেটে পচা ও দূষিত পানিতে এলাকা ভেসে বসতবাড়িতে ঢুকে পড়েছে।
×